লন্ডন, ৮ ডিসেম্বর (হি. স.): ইংল্যান্ডে শুরু হয়ে গেল ফাইজার করোনা টিকার যাত্রা। মঙ্গলবার ৯০ বছরের মার্গারেট কিনানকে করোনার টিকা দেওয়ার মাধ্যমেই ব্রিটেনে শুরু হয় ফাইজারের করোনা টিকাকরণ ।
এতদিন করোনা ট্রায়ালে অনেক স্বেচ্ছাসেবকরা ভ্যাকসিন পেয়েছেন। কিন্তু এবার প্রথমবার ফাইজারের করোনা টিকা পেলেন একজন সাধারণ ব্যক্তি। এদিন সকাল সকাল উঠে নিজের বাড়ি কভেন্ট্রির নিকটবর্তী হাসপাতালে গিয়ে টিকা নেন ৯০ বছরের মার্গারেট কিনান । সেই সঙ্গে আজ থেকেই শুরু হল ব্রিটেনে করোনার টিকাকরণ। গত সপ্তাহেই ফাইজার ও বায়োঅ্যান্ডটেকের প্রস্তুত টিকাকে ছাড়পত্র দেয় ব্রিটিশ সরকার।
এদিন টিকা পেয়ে খুব খুশি মার্গারেট। তিনি বলেন যে প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা পাওয়ায় খুব ধন্য বোধ করছেন। এটিকে সেরা জন্মদিনের উপহার বলে বর্ণনা করেন আর মাত্র সাতদিন পরে জন্মদিন আসতে চলা মার্গারেট । তিনি বলেন টিকা দেওয়ার ফলে পরিবারবর্গের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে পারবেন তিনি।
ইংল্যান্ডে করোনায় মৃত্যু হয়েছে৬১ হাজার জনের । কিন্তু আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আগে টিকা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে বরিস জনসন সরকার। প্রাথমিক ভাবে চারকোটি ফাইজারের শট কিনেছে ব্রিটেন। দুটি করে ডোজ নিতে হবে, অর্থাৎ দুই কোটি মানুষ প্রাথমিক ভাবে টিকা পাবেন। দেশের মোট জনসংখ্যা ৬.৭ কোটি।

