সাধারণ ডিগ্রি কলেজে আসন খালি প্রায় ২৩ হাজার, ভরতির জন্য সাকুল্যে ৪ হাজার অবশিষ্ট

আগরতলা, ৩ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ২২,৯৩৪টি আসন এখনও খালি পড়ে রয়েছে৷ ভরতির জন্য সাকুল্যে ৪,০০০ ছাত্রছাত্রী অবশিষ্ট রয়েছেন৷ এই তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আবারও আশ্বাস দেন, একজন ছাত্রছাত্রীও কলেজে ভরতির সুযোগ থেকে বঞ্চিত হবেন না৷ তবে আশ্চর্যের বিষয়, অত্যধিক চাহিদার কলেজগুলিতেও আসন খালি পড়ে রয়েছে৷ উদাহরণ হিসেবে শিক্ষামন্ত্রী আগরতলায় তিনটি নামি কলেজের তথ্য তুলে ধরেছেন৷ তাতে দেখা গেছে, উইমেন্স কলেজ, রামঠাকুর, এমবিবি কলেজে প্রচুর আসন খালি৷


আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত তিনটি পর্যায়ে কলেজে ভরতি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ তাতে পাস কোর্সে আসন বণ্টন করা হয়েছিল ৭,২৪৫ এবং ভরতি হয়েছেন ৫,১০৫ জন এবং অনার্স কোর্সে আসন বণ্টন করা হয়েছিল ৬,৫৮৫ ও ভরতি হয়েছেন ৪,৬১৪৷ এদিকে, ৩.১ পর্যায়ে আসন বণ্টন করা হয়েছিল ২,৯২৫ এবং এখন পর্যন্ত ভরতি হয়েছেন ৫২০ জন ছাত্রছাত্রী৷ তিনি জানান, ৩.১ পর্যায়ে আজ রাত পর্যন্ত ছাত্রছাত্রীরা ভরতি হতে পারবেন৷


তাঁর দাবি, ত্রিপুরায় বর্তমানে উইমেন্স এবং রামঠাকুর কলেজে ভরতির জন্য সবচেয়ে বেশি চাহিদা৷ তেমনি, ইংরেজি, এডুকেশন এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ভীষণ কদর রয়েছে৷ এছাড়া, হিউম্যান ফিজিওলজি বিষয়েরও প্রচুর চাহিদা৷ শিক্ষামন্ত্রীর কথায়, এখন পর্যন্ত আসন বণ্টন করা হয়েছে ২৬,৮০২ এবং ছাত্রছাত্রী ভরতি হয়েছেন ১৪,১৩৩ জন৷ আরও সাকুল্যে ৪ হাজার ছাত্রছাত্রী ভরতির জন্য অবশিষ্ট রয়ে গেছেন৷
তিনি বলেন, এমন অনেকেরই আসন বণ্টন হলেও তাঁরা কলেজে ভরতি হননি৷ কারণ, পছন্দের কলেজ কিংবা সাবজেক্ট পাননি তাঁরা৷ কারোর পছন্দের কলেজে অনার্স কপালে জুটেনি৷ তাঁর সাফ কথা, চতুর্থ পর্যায়ের পর ভরতির জন্য নতুন কোনও সুযোগ দেওয়া হবে না৷ এক্ষেত্রে ৭ ডিসেম্বর থেকে চতুর্থ পর্যায়ের ভরতি শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত৷ ১৬ ডিসেম্বর তালিকা প্রকাশিত হবে৷ তিনি জানান, ত্রিপুরায় শারীরিক প্রতিবন্ধী একজনও কলেজে ভরতি হওয়ার জন্য বাকি নেই৷


এদিন শিক্ষামন্ত্রী বিভিন্ন কলেজে খালি আসনের বিস্তারিত তথ্য দিয়েছেন৷ তিনি বলেন, বিএ পাস কোর্সে ১৮,৬৩৪টি আসন এখনও খালি৷ এছাড়া, বিএ অনার্স কোর্সে ১,৬৯৬টি, বিকম পাস কোর্সে ৫১৭টি, বিকম অনার্স কোর্সে ৮৬টি, বিএসসি পাস কোর্সে ১,৫৫৩টি এবং বিএসসি অনার্স কোর্সে ৪৪৮টি আসন এখনও খালি৷

মন্ত্রী রাজধানী আগরতলায় তিনটি নামি কলেজের আসনের হিসাব দিয়েছেন৷ তাতে দেখা গেছে, বিএ পাস কোর্সে উইমেন্স-এ ৬৪৩টি, এমবিবি-তে ৯৪৩টি এবং রামঠাকুর কলেজে ৪৫৮টি আসন এখনও খালি৷ তেমনি, বিএ অনার্স কোর্সে উইমেন্স-এ ১৩৫টি, এমবিবি-তে ১৪৩টি এবং রামঠাকুর কলেজে ১১৮টি আসন খালি পড়ে রয়েছে৷ একই অবস্থা বিজ্ঞান বিষয়েও৷ বিএসসি পাস কোর্সে উইমেন্স-এ ৯৯টি, এমবিবি-তে ১২৮টি এবং রামঠাকুর কলেজে ১৬৮টি আসন এবং অনার্স কোর্সে উইমেন্স-এ ৩২টি, এমবিবি-তে ১১৪টি এবং রামঠাকুর কলেজে ৪৫টি আসন খালি রয়েছে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, একজন ছাত্রছাত্রীও কলেজে ভরতির সুযোগ থেকে বঞ্চিত হবেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *