BRAKING NEWS

কৃষকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ কেন্দ্র, দাবি ভারতীয় কিষান ইউনিয়নের

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি. স.): হরিয়ানা ও পঞ্জাবের পাশাপাশি উত্তরপ্রদেশের পশ্চিম দিক থেকে বিক্ষুব্ধ কৃষকরা দিল্লিতে প্রবেশের প্রচেষ্টা ক্রমাগত করে চলেছে। কৃষকদের তীব্র অবস্থান বিক্ষোভের জেরে অন্য রাজ্যের সঙ্গে লাগোয়া দিল্লি সীমান্ত অবরুদ্ধ হয়ে পড়েছে।


কৃষক সংগঠন ভারতীয় কিষান ইউনিয়নের নেতৃত্বে উত্তরপ্রদেশের কৃষকরা দিল্লিতে প্রবেশের চেষ্টা করে। পুলিশের বাধা পেয়ে অবস্থান বিক্ষোভে বসে পড়ে তারা। কৃষকদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাজেশ টিকাইত জানিয়েছেন, কৃষকদের সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের কথাটি উল্লেখ করতে হবে। এ কৃষক নেতা দাবি করেন যে কৃষকরা যেকোনো মূল্যে দিল্লিতে প্রবেশ করবে।


অন্যদিকে হরিয়ানা ও পঞ্জাব থেকে আসা কৃষকরা দিল্লির শহরতলীতে থাকা নিরণকারি সমগম ময়দানে একত্রিত হয়ে সভা করার চেষ্টা করছে। সেখানে পৌর কর্মীরা কৃষকদের ট্রাক্টরগুলিকে শোধন করে দিয়েছে। সভা চলাকালীন কৃষকরা যাতে কোনো রকমের অস্থিরতা তৈরি না করে সেই  আবেদন কৃষি নেতাদের কাছে করা হয়েছে পুলিশের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *