BRAKING NEWS

২৬/১১ মুম্বাই হামলায় নিহতদের স্মরণ, শ্রদ্ধা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : ২৬/১১ মুম্বাই হামলা। আজও সেই বিভীষিকাময় মুহুর্তের কথা মনে হলে আঁতকে উঠেন দেশবাসী। তাই, মুম্বাই হামলার বর্ষপূর্তিতে নিহত সাধারণ নাগরিক ও শহিদদের শ্রদ্ধায় স্মরণ করছে সারা দেশ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও আজ সেই বীর যোদ্ধাদের স্যালুট দিয়েছেন।

২০০৮ সালে ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় বহু নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল। মুম্বাই পুলিশ, এনএসজি কমান্ডো সহ প্রচুর সুরক্ষা কর্মী শহিদ হয়েছিলেন। ওই হামলায় সমস্ত সন্ত্রাসবাদীদের মারতে সক্ষম হয়েছিলেন নিরাপত্তা কর্মীরা। একজনকে জীবিত আটক করা গিয়েছিল। আজমল কাসাবকে গ্রেফতার করতে গিয়েও পুলিশের এক হাবিলদারের প্রাণ গিয়েছিল। দীর্ঘ শুনানির পর আজমল কাসাবকে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু, মুম্বাই হামলার ক্ষত আজও শুকিয়ে যায়নি। ১২টি বছর পার হয়ে গেলেও স্বজনদের হারানোর বেদনা পরিবারের সদস্যদের সাথে গোটা দেশবাসীকেই ব্যথিত করছে। তাই, মুম্বাই হামলায় নিহতদের প্রতি বছর সারা দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

আজ এক টুইট বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ২৬/১১ মুম্বাই হামলায় নিহত নিরীহদের শ্রদ্ধায় স্মরণ করছি। আমি নিরীহ সকল নিহত ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। নিজেদের প্রাণের বিনিময়ে যাঁরা আমাদের প্রাণ রক্ষা করেছেন সেই সমস্ত সাহসী যোদ্ধাদের স্যালুট করছি। তাঁরা সর্বদাই আমাদের হৃদয়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *