BRAKING NEWS

নিরাপত্তা রক্ষী নিয়োগে অনিয়মের অভিযোগ গন্ডাছড়া হাসপাতালে , তালা দিয়ে বিক্ষোভ দেখাল আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৩ নভেম্বর৷৷ গন্ডাছড়া মহকুমা হাসপাতালে বেসরকারী নিরাপত্তা রক্ষী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে সোমবার হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের অফিস রোমে তালা ঝুলিয়ে দিয়ে আইপিএফটি বিক্ষোভ প্রদর্শন করে৷ এই দিন আইপিএফটি-র দলীয় কর্মী সমর্থকরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে৷ এমনকি নিরাপত্তা রক্ষীদের অফিস রোমে তালা ঝুলিয়ে দেয়৷


আইপিএফটির নেতৃত্বের অভিযোগ হাসপাতালে সিকিউরিটি গার্ড নিয়োগ প্রক্রিয়া বৈধ ছিল না৷ সম্পূর্ণ অবৈধ ভাবে নিয়োগ করা হয়েছে৷ তারা আরো জানান এই বিষয়ে চলতি মাসের চার তারিখ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট দলের পক্ষ থেকে ডেপুডেশন দেওয়া হয়েছিল৷ কিন্তু বিশ দিন অতিবাহিত হওয়ার পরও আজ অব্দি কোন সদুত্তর না পেয়ে এই দিন অফিস রোমের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়৷


দলের নেতৃত্বের আরো অভিযোগ তাদের দলের বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা হাসপাতাল পরিচালন কমিটির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও বিধায়ক এই বিষয়ে কোন কিছু জানেন না৷ বিধায়ককে এক প্রকার ঘুমে রেখে অনৈতিক ভাবে নিয়োগ করা হয়েছে যাহা সম্পূর্ণ অবৈধ বলে তাদের অভিযোগ৷ তারা আরো জানান যতদিন না পর্যন্ত তার কোন একটা সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত অফিস রোমে তালা ঝুলানো থাকবে৷ এই দিনের বিক্ষোভ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের প্রথম সারির নেতৃত্ব প্রেম সাধন ত্রিপুরা, উত্তম ত্রিপুরা, মধু ত্রিপুরা, শান্তি ত্রিপুরা, বিরেন ত্রিপুরা প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *