BRAKING NEWS

দেশকে বিভক্ত করার জন্য লাভ জিহাদ শব্দ তৈরি করেছে বিজেপি : অশোক গেহলট

জয়পুর, ২০ নভেম্বর (হি.স.): ‘লাভ জিহাদ’ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। শুক্রবার একাধিক টুইট করে গেহলট লিখেছেন, ‘দেশকে বিভক্ত করার জন্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য লাভ জিহাদ শব্দ তৈরি করেছে বিজেপি।’ টুইটারে তিনি আরও লেখেন, ‘বিয়ে ব্যক্তিগত স্বাধীনতার বিষয় এবং তা রুখতে আইন আনা সম্পূর্ণ অসাংবিধানিক। কোনও আদালতেই তা টিকবে না।’ টুইটারে তিনি আরও লেখেন, ভালোবাসায় জিহাদের কোনও স্থান নেই।


অপর একটি টুইটে গেহলট লিখেছেন, বিয়ে তো ব্যক্তিগত সিদ্ধান্ত, তার উপর নিয়ন্ত্রণ আনা হচ্ছে, যা ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়ার মতো। তৃতীয় টুইট অশোক গেহলট বিজেপিকে আক্রমণ করে লিখেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট, সামাজিক দ্বন্দে উস্কানি…সংবিধানের বিধানকে অবজ্ঞা করা হচ্ছে বলে মনে হচ্ছে।’ অশোক গেহলটের এই সমস্ত টুইটের প্রেক্ষিতে রাজস্থান বিজেপির সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, ‘আমাদের সংস্কৃতিতে বিয়ে শুধুমাত্র একে-অপরকে পছন্দ নয়, এটি ধর্ম ও সমাজের অনুমোদনকেও অন্তর্ভুক্ত করে। লাভ জিহাদের জন্য আমাদের মেয়েদের কষ্ট পেতে হচ্ছে, তা সবার জানা। উপেক্ষা করা তাঁর (গেহলট) ছোট মানসিকতার পরিচয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *