BRAKING NEWS

করোনা পরিস্থিতি নিয়ে দিল্লি সরকারকে ভর্ৎসনা আদালতের

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি. স.): করোনা পরিস্থিতি নিয়ে ফের দিল্লি সরকারকে ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি হীমা কোহলির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ দিল্লি সরকারকে বলেছে করোনায় নিহতদের পরিজনকে কি জবাব দেবেন। করোনায় আক্রান্ত হয়ে মৃতদের শেষকৃত্য সম্পন্ন করার ক্ষেত্রে দিল্লি সরকার কি পদক্ষেপ নিয়েছিল সেই সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৬ নভেম্বর।


শুনানি প্রক্রিয়া চলাকালীন আদালত বলে, প্রত্যেকদিন মৃতের সংখ্যা বেড়ে চলেছে। প্রত্যেকদিন শহরের কেউ না কেউ নিজের পরিজনকে হারাচ্ছে। আপনারা (দিল্লি সরকার) তাদের কি কৈফিয়ৎ দেবে ন। পজিটিভিটির হার ১৪ শতাংশে পৌঁছে গিয়েছে। পরিস্থিতি খুবই চিন্তাজনক। দিল্লির সরকার ধীরগতিতে পদক্ষেপ অবলম্বন করে চলেছে। করোনা পরীক্ষা ক্ষেত্রে ‘ফেলুদা’ পদ্ধতি আদৌ ব্যবহার করা হচ্ছে কিনা তা জানতে চেয়েছে আদালত। তখন দিল্লি সরকার আদালতকে জানান এই বিষয়ে চিন্তাভাবনা চলছে। পুরানি চলাকালীন এদিন আদালতে জানতে চায় দিল্লি শহরে আইসিইউ শয্যা সংখ্যা কটা রয়েছে। তার উত্তরে দিল্লির সরকার আদালতকে বলে, আইসিইউ শয্যা সংখ্যা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সরকার চাইছে ১২০০ আইসিইউ আইসিইউ শয্যার সঙ্গে ভেন্টিলেটর যুক্ত করা হোক। বর্তমানে এই সংখ্যাটি রয়েছে কেবল ৫০০। কেন্দ্রীয় সরকারের তরফে আরো ৭৫০ শয্যা দেওয়া হবে। পিটিশন কারির পক্ষ থেকে আদালতকে জানানো হয় প্রতিটা হাসপাতলে কতটা শয্যা সেই তথ্য সরকারি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। আদালত তখন দিল্লি সরকারকে এ বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণের কথা বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *