BRAKING NEWS

নীতীশের শপথগ্রহণ বয়কট আরজেডি-র, যাচ্ছেন না তেজস্বী

পাটনা, ১৬ নভেম্বর (হি.স.): নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। সোমবার আরজেডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণ পরিবর্তন চেয়েছিলেন, যা এনডিএ-র বিরুদ্ধে। পরিবর্তনের জনাদেশ এনডিএ-র বিরুদ্ধে। তাই শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করছে আরজেডি। স্বাভাবিকভাবেই নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না তেজস্বী যাদবও।


সোমবার বিকেলেই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার। তার আগে আরজেডি টুইট করে জানিয়েছে, ‘আরজেডি শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করছে। পরিবর্তনের জনাদেশ এনডিএ-র বিরুদ্ধে। বিহারের কর্মহীন, কৃষক, ঠিক শ্রমিক, নিযুক্ত শিক্ষকদের প্রশ্ন করুন, তাঁদের কেমন লাগছে? এনডিএ-র জালিয়াতিতে জনগণ ক্ষুব্ধ। আমরা জনপ্রতিনিধি এবং জনগনের পাশে রয়েছি।


সূত্রের খবর, এদিন নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ। বিকেল সাড়ে চারটে নাগাদ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতীশ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *