BRAKING NEWS

তুষারপাতের মধ্যেই বন্ধ কেদারনাথ মন্দির, বরফে ঢাকা পড়ল বদ্রীনাথও

রুদ্রপ্রয়াগ ও চামোলি, ১৬ নভেম্বর (হি.স.): হালকা তুষারপাতের মধ্যেই ভক্তদের জন্য বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দির। রবিবার সন্ধ্যা থেকেই হালকা তুষারপাত শুরু হয় উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত কেদারনাথ মন্দির ও সংলগ্ন উঁচু পার্বত্য অঞ্চলে। তার মধ্যে চিরাচরিত রীতি মেনেই ভাইফোঁটার দিন ভোরে কপাট বন্ধ হল কেদারনাথ মন্দিরের। শীতকালীন আবাস উখিমঠের পথে রওনা দিয়েছেন কেদারনাথ। চারধামের জন্য খ্যাত উত্তরাখণ্ডের গাড়োয়াল। সেই চারধাম, অর্থাৎ যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ শীতের ছ’মাস পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই সময়ে নিচু জায়গায় নেমে আসেন অধিষ্ঠিত দেবদেবীরা।  


রবিবার রাত থেকেই কেদারনাথে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সন্ধ্যা থেকেই কেদারনাথে শুরু হয় তুষারপাত। এরপর ভোরে বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ মন্দির। তুষারপাতের মধ্যেই কপাট বন্ধ হওয়ার ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ দিন সকাল সাড়ে আটটায় শুরু হয় ডুলিযাত্রা। সোমবার, কেদারনাথ বিশ্রাম নেবেন রামপুরে। মঙ্গলবার গুপ্তকাশীর মন্দিরে বিশ্রাম নেবেন তিনি। তবে তার আগে ফাটা অঞ্চলের একটি হাসপাতালে এক ঘণ্টার জন্য থাকবেন কেদারনাথ। সেখানে স্থানীয় গ্রামবাসীরা তাঁকে দর্শন করবেন। এরপর বুধবার উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দির পৌঁছে যাবেন কেদারনাথ। এরই মধ্যে দিয়ে ছ’মাসের জন্য পুরো বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দির। আবার খুলবে সামনের বছর অক্ষয় তৃতীয়ার সময়ে। কেদারনাথ ছাড়াও এদিন উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ মন্দিরেও তুষারপাত হয়। চারধামের অপর ধাম বদ্রীনাথ অবশ্য আরও ১৯ নভেম্বর পর্যন্ত খোলা থাকছে। ১৯ নভেম্বর বন্ধ হবে বদ্রীনাথ মন্দির। বদ্রী নেমে আসবেন জোশীমঠে। কেদারনাথের পাশাপাশি এ দিনই বন্ধ হয়েছে যমুনোত্রীও। তিনি নামবেন খরসলিতে। রবিবার বন্ধ হয়েছে গঙ্গোত্রী মন্দির। গঙ্গোত্রীর শীতকালীন আবাসস্থল হরশিলের কাছে মুখবা গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *