BRAKING NEWS

ভোটের ফল এনডিএ জোটের পক্ষেই থাকলে, মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই, সাফ জানাল বিজেপি

পাটনা, ১০ নভেম্বর (হি.স.):  ভোটের ফল শেষ পর্যন্ত এনডিএ জোটের পক্ষেই থাকলে, মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই।সাফ জানিয়ে দিলেন বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল । জয়সওয়াল বলেন, সরকারে নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে কোনও বিতর্কই থাকতে পারে না।

বিহারে ভোটগণনার বিজেপির শক্তিবৃদ্ধির প্রবণতায় স্পষ্ট হতেই দলের নিচুতলার কর্মীদের মধ্যে থেকে দাবি উঠেছে, বিজেপি থেকে মুখ্যমন্ত্রী প্রার্থী করার। এরপরই দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ভোটের আগে যা ঘোষণা হয়েছে, তার নড়চড় হবে না। ভোটের ফল শেষ পর্যন্ত এনডিএ জোটের পক্ষেই থাকলে, মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই। বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল বলেন, ‘‘ভোটের অনেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। আমি দীর্ঘ দিন ধরেই বলে আসছি, নীতীশ কুমারের নেতৃত্বে বিহারে সরকার গঠন করবে এনডিএ।’’

এদিন নাম না করেও বিরোধী জোটের মুখ আরজেডি নেতা তেজস্বী যাদবের উদ্দেশে রাজ্য বিজেপি সভাপতির কটাক্ষ, ‘‘বিরোধীরা বিভ্রান্তিকর প্রচার চালিয়েছে এবং ভোটারদের নানা প্রলোভন দেখিয়েছে। মানুষ বুদ্ধিমান। সত্যি-মিথ্যের পার্থক্য তাঁরা বোঝেন।’’

উল্লেখ্য, মঙ্গলবার বিহার বিধানসভার ২৪৩ আসনের ভোটগণনা শুরু হয় সকাল ৮টায়। প্রথম দিকের প্রবণতায় এগিয়ে ছিল তেজস্বী যাদবের নেতৃত্বে ইউপিএ জোট। কিন্তু বেলা বাড়তেই ফল উল্টো দিকে ঘুরতে শুরু করে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, গণনা সম্পূর্ণ হতে মধ্যরাত হয়ে যেতে পারে। তবে সন্ধে পর্যন্ত যা প্রবণতা, তাতে পাল্লা ভারী বিজেপি-জেডিইউ শিবিরের দিকেই। কিন্তু উল্লেখযোগ্য ভাবে একক বৃহত্তম দল হওয়ার পথে বিজেপি। আসন সংখ্যা অনেকটাই কমে শক্তি হারাতে চলেছেন নীতীশ কুমার ও তাঁর দল জেডিইউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *