BRAKING NEWS

ইভিএম যন্ত্রে কারসাজির অভিযোগ তুললেন কংগ্রেস নেতা উদিত রাজ

পাটনা, ১০ নভেম্বর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা যত গড়াচ্ছে ততোই পিছিয়ে পড়ছে আরজেডি- কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। সর্বশেষ ভোট গণনায় দেখা যাচ্ছে যে বিজেপি এগিয়ে রয়েছে ৭৩ আসানে। জোটসঙ্গী জেডিইউ এগিয়ে ৪২ টিতে। অন্যদিকে আরজেডি এগিয়ে রয়েছে ৭৫ আসনে। কংগ্রেস অবস্থা ভয়াবহ তারা এগিয়ে রয়েছে মাত্র ২৩ আসনে। দলের এই ভরাডুবির জন্য ইভিএম কে দায়ী করলেন কংগ্রেস নেতা উদিত রাজ।

মঙ্গলবার তিনি জানিয়েছেন, কেউ যদি চাঁদ এবং মঙ্গলে কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর মাটিতে থেকে নিয়ন্ত্রণ করতে পারে তবে তাদের কাছে ইভিএম কি জিনিস। হরিয়ানা বিধানসভা নির্বাচনেও কয়েকজন হ্যাকারকে ইভিএম ব্লুটুথের মাধ্যমে হ্যাকিং করার জন্য গ্রেফতার করা হয়েছিল। এই কথা সমস্ত নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র বিহারের জন্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *