বিহার নির্বাচন : পুর্ণিয়ায় বুথের বাইরে বোমা ফাটাল দুষ্কৃতীরা, শূন্যে গুলি আধাসামরিক বাহিনীর

পাটনা, ৭ নভেম্বর (হি.স.): বিহারের শেষ দফার নির্বাচনে উত্তপ্ত পুর্ণিয়ায় । শনিবার দুপুরে পুর্ণিয়ায় বুথের বাইরে বোমা বিস্ফোরণ ঘটাল দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালাল আধাসামরিক বাহিনী। ঘটনায় গ্রেফতার হয়েছে চার জন।

 বিহারে চলছে বিধানসভা নির্বাচনের অন্তিম তথা শেষ দফার ভোটগ্রহণ। শনিবার তৃতীয় তথা অন্তিম দফার নির্বাচনে সকাল থেকে নির্বিঘ্নে ভোটগ্রহণ চললেও দুপুরে পুর্ণিয়ায় বুথের বাইরে বোমা বিস্ফোরণ ঘটাল দুষ্কৃতীরা। এ দিন দুপুর ১২টা নাগাদ  পুর্ণিয়ার ধামধাহা নির্বাচনী কেন্দ্রে ভোট বুথের বাইরে বোমা ফাটায় দুষ্কৃতীরা। পরিস্থিতি সামলাতে গুলি চালায় আধাসামরিক বাহিনী। ঘটনায় গ্রেফতার হয়েছে চার জন। তবে এর জেরে ভোটদান পর্বে বাধা তৈরি হয়নি, জানিয়েছেন বিহারের মুখ্য নির্বাচন আধিকারিক এইচ আর শ্রীনিবাস।

পুর্ণিয়ার এস পি বিশাল শর্মা জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে ভোটারদের আধাসামরিক বাহিনীর জওয়ানরা দাঁড় করাতে গেলে কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই আচমকা বুথের বাইরে দিশি বোমা ফাটে। যদিও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় শান্তিতেই ওই বুথে ভোটদান চলেছে বলে জানা গিয়েছে।

ধামধাহা কেন্দ্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সংযুক্ত জনতা দলের লেশি সিং এবং রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী দিলীপ কুমার যাদব।

উল্লেখ্য, তৃতীয় তথা অন্তিম দফায় বিহারের ১৫টি জেলার ৭৮টি বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ। ১৫টি জেলার মধ্যে রয়েছে কিশাণগঞ্জ, মুজফ্ফরপুর, আরারিয়া, দারভাঙ্গা, কাটিহার, সহর্ষা, মাধেপুরা এবং সুপৌল। তৃতীয় দফায় ১,২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.৩৫ কোটিরও বেশি ভোটার। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, ছ’টা পর্যন্ত চলবে ভোটদান। একইসঙ্গে আজ বাল্মীকি নগর সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। জেডি (ইউ) সাংসদ বৈদ্যনাথ মাহাতোর প্রয়াণের কারণে বাল্মীকি নগর সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *