BRAKING NEWS

অনলাইনে পরীক্ষার দাবীতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন ডায়েট কলেজের ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ রাজ্যে করোনা প্রভাবের জন্য রাজ্যের সমস্ত সুকল-কলেজ স্তরের ক্লাস এবং পরীক্ষা অনলাইনে হলেও রাজ্যের এস সি আর টি পরিচালিত ৬ টি ডি এল এড কলেজের পরীক্ষা অফলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর৷ কিন্তু অফলাইনে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে অনিচ্ছুক৷ তাই অনলাইনের পরীক্ষার দাবি তুলে সোমবার রাজ্যের ৬ টি কলেজের ছাত্র-ছাত্রীরা শিক্ষা ভবন ঘেরাও করে৷


পরবর্তী সময়ে একটি প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমার সাথে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের জানায় আগামী ১৩ নভেম্বর এবং ১৬ নভেম্বর থেকে ডি এল এড -এর দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিনক্ষণ ঘোষণার দেওয়া হয়েছে৷ এতে করে ছাত্র-ছাত্রীরা সংক্রমণের আশঙ্কায় ভুগছে৷ তাই অনলাইনে পরীক্ষা সংগঠিত করতে গত ২৯ অক্টোবর দাবি তুলে যুগ্ম অধিকর্তার সাথে দেখা করেছে৷ সে মোতাবেক সোমবার অধিকর্তার সাথে দেখা করার কথা জানানো হয়৷ সোমবার অধিকর্তা ইউ কে চাকমার সাথে দেখা করে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সমস্ত ছাত্র-ছাত্রীরা৷ দাবি জানানো হয় পরীক্ষা অনলাইনে সংগঠিত করার জন্য৷

পরে ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানানো হবে বলে জানান ছাত্রছাত্রীরা৷ ছাত্র-ছাত্রীর আরো অভিযোগ তুলে জানান, তাদের পরীক্ষায় অভিভাবকদের সাক্ষর নিয়ে আসার জন্য জানানো হয়েছে৷ এতে স্পষ্ট রাজ্য শিক্ষা দপ্তর ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কোনরকম দায়ভার নিতে চাইছে না বর্তমান পরিস্থিতিতে৷ এতে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *