BRAKING NEWS

আদালত চত্বরে নীরব প্রতিবাদ, ডিজিপি-র কাছে চাইল প্রতিকার

আগরতলা, ২ নভেম্বর (হি.স.)৷৷ আদালত চত্বরে আইনজীবী নিগ্রহের ঘটনায় আজ সোমবার ত্রিপুরা বার এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের দ্বারস্থ হয়েছেন৷ শুধু তা-ই নয়, আদালত চত্বরে আইনজীবীরা নীরব প্রতিবাদ প্রদর্শন করেছেন৷ বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন, আমরা ভীত সন্ত্রস্ত হলে সাধারণ জনগণ কোথায় যাবেন?


প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর দুই সম্প্রদায়ের ছেলেমেয়ের বিবাহ সংক্রান্ত মামলাকে ঘিরে আইনজীবী গৌতম বণিক এবং অনির্বাণ বসাক নিগৃহীত হয়েছিলেন৷ কয়েকজন যুবক তাঁদের হেনস্তা করেছেন৷ ওই ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে৷ কিন্তু বাকিদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ তাতে আইনজীবীরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন৷ ইতিমধ্যে তাঁরা একাধিকবার বিক্ষোভ প্রদর্শনও করেছেন৷


আজ ত্রিপুরা বার এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সাথে দেখা করেছেন৷ আইনজীবীদের নিরাপত্তা এবং দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা৷ এ-বিষয়ে আইনজীবী ভাস্কর দেববর্মণ বলেন, পেশাগত দায়িত্ব পালনে আমরা এখন ভীষণ শঙ্কিত৷ তাঁর দাবি, পেশার দায়ে আমরা যে কোনও মক্কেলের পক্ষে আদালতে দাঁড়াতে পারি৷ আমাদের সেই অধিকার রয়েছে৷ কিন্তু, আদালত চত্বরে আইনজীবীদের নিগ্রহের ঘটনায় আমাদের আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে৷ তাই আজ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের কাছে প্রতিকার চেয়েছি, বলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *