BRAKING NEWS

বাংলাদেশে হিন্দু নিরাপত্তা নিয়ে সরব তথাগত রায়

কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) :  সংখ্যালঘুদের সুরক্ষার ব্যাপারে শেখ হাসিনা সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিথি সরকার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী  ৭ দিন ধরে নিখোঁজ প্রসঙ্গে তথাগতবাবু টুইটে মঙ্গলবার একথা লিখেছেন।

এখনও অবধি তিথির কোনো খবর পাওয়া যায়নি। দুর্গা মণ্ডপে দর্শন করতে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি ফেসবুকে নবী মহম্মদ ও ইসলাম নিয়ে মন্তব্য করেছিল। যদিও তথাগতবাবু এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তিথি সরকার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে তাঁর ফেসবুক হ্যাক হয়েছে।

তথাগতবাবু লিখেছেন সংখ্যালঘু যে দেশে ৯ শতাংশ, সেখানে তাঁদের শেখ হাসিনা রক্ষা করবেন বলে লোকে বিম্বাস করে। কিন্তু কার্যত তা সচ্ছে না। এ রকম চলতে থাকলে অনাকাঙ্খিত কিছু ঘটনা ঘটে যেতে পারে। আশা করব, তিথি শীঘ্রই ঘরে ফিরে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *