নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ খোয়াই মহাকুমার চাম্পাহাওড় থানা এলাকার বাদলা বাড়িতে এক যুবক অভাবের তাড়নায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ আত্মঘাতী যুবকের নাম জিন্টু দেববর্মা৷ স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই পরিবারে অভাব-অনটন চলছিল৷পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক৷
ঘটনার খবর পেয়ে চ্যাম্পা হাওর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ বাদলা বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ বাদলা বাড়িতে ফাঁসিতে যুবকের আত্মহত্যার সংবাদ এ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷প্রাথমিকভাবে অভাবের তাড়নায় যুবক আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷