BRAKING NEWS

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দাম, বাজারে অভিযানে নামল মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ শারদ উৎসব এর আগে থেকেই রাজ্যের বাজারগুলিতে বিভিন্ন সামগ্রী দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি হতে শুরু করেছে৷ কোজাগরী লক্ষ্মীপুজোর পড়ো এই সামগ্রিক দাম আরো ঊর্ধমুখী৷ বিষয়টি প্রশাসনের নজরে আসতেই শনিবার পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে প্রশাসনিক আধিকারিক, পুলিশ প্রশাসন ও সমস্ত মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সদস্যদের নিয়ে বৈঠক করেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদব৷ জিনিসপত্রের মূল্য দাম বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়৷


পাইকারি মার্কেট মূল্য ঠিক থাকলেও খুচরো বাজারগুলিতে এই দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রবিবার থেকে রাজ্যের বাজারগুলিতে এনফোর্সমেন্ট চালানো হবে৷ এর জন্য বিভিন্ন দল গঠন করে দেওয়া হয়েছে৷ সেই মোতাবেক রবিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার, লেক চৌমুহনী বাজার সহ আরো বেশ কয়েকটি বাজারে সদর মহকুমা শাসক অসীম সাহার নেতৃত্বে এনফোর্সমেন্ট চালানো হয়৷ সদর মহকুমা শাসক জানান সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে৷ তিনি আরো জানান ১৫ দিন আগে যে দাম ছিল সেই দামে আবার ফিরে এসেছে সামগ্রীর দাম৷ এভাবে চললে জিনিসপত্রের দাম কিছুটা কমতে পারে৷ ভারত সরকার ভুটান থেকে আলু আনার চেষ্টা চালাচ্ছে৷

রাজ্যে পেঁয়াজের প্রচুর পরিমাণে মজুত রয়েছে৷ দোকানদারদের বক্তব্য সেভাবে পেঁয়াজ বিক্রি হচ্ছে না৷ ক্রেতাদের মধ্যে একটা মানসিকতা কাজ করে দামালি সামগ্রীর সংকট বলে প্রচার করা হয়৷ একইসঙ্গে অতিরিক্ত মাত্রায় সামগ্রী কেনার প্রবণতা থাকে৷ যার ফলে একাংশ ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয় সামগ্রির৷ এতে করে সাধারণ মানুষ কষ্ট পায়৷ জাতির কয় ক্ষমতা আছে তারা যাতে বাজারে এসে ফটকাবাজি না করেন তার বার্তা দেন সদর মহকুমা শাসক অসীম সাহা৷ জিনিস পত্রের অভাব নেই প্রচুর পরিমাণে মজুত রয়েছে৷ যাচাই করে ক্রেতাদের সামগ্রী কেনার জন্য বিশেষভাবে পরামর্শ দেন তিনি৷ একইসঙ্গে বাজার কমিটি গুলির সঙ্গে কথা বলেন সদর মহকুমা শাসক৷ ঘন ঘন বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে বলে জানান বিক্রেতারা৷


আগামী দিনে ভালো মাত্রায় সবজি বাজারে আসবে বলে তিনি জানান৷ ফল, মাছ, মাংসের দাম বর্তমানে সঠিক জায়গায় এসেছে বলে জানান তিনি৷ বাজার অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলেও জানান৷ এদিন মাস্ক পরিধান ও সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার বিষয়টিও খতিয়ে দেখেন সদর মহকুমা শাসক৷ সোশ্যাল ডিসটেন্স এর ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে৷ দোকানদারেরা স্বাভাবিকভাবে মাস্ক পরিধান করেন না৷ এটা চিন্তার বিষয় বলে জানান সদর মহকুমা শাসক৷ এর জন্য বেশ কিছু মানুষকে ফাইন ও সতর্ক করা হয়েছে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *