BRAKING NEWS

২৬ নভেম্বর সাধারণ ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ দশটি ট্রেড ইউনিয়ন, ফেডারেশন, গণ সংগঠন সমূহের আহবানে কেন্দ্রের শ্রমিক, কৃষক ও জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে আগামী ২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ ২৬ নভেম্বরের সাধারন ধর্মঘটের সমর্থনে রবিবার আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ শ্রম আইনে চারটি নতুন কোড সংযুক্ত করে পাস করানো হয়েছে৷ এর মাধ্যমে শ্রমজীবীদের চাকরির কোন নিশ্চয়তা রইল না৷

মজুরির ক্ষেত্রে নিয়মগুলিও বন্ধ হয়ে গেল৷ সামাজিক ক্ষেত্রে অধিকার খর্ব করা হয়েছে এই নতুন আইনে৷ এই অবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন ও প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই৷ তারই পরিপ্রেক্ষিতে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে টাউনহল কনভেনশনে জানান৷ কারণ সরকারের চালু করা নয়া নীতিগুলি সমজিবি অংশের মানুষ মেনে নিতে পারছে না৷ মালিকরা শ্রমিকদের ব্যবহার করবে৷ কোনো আইনি দিক থাকছে না৷ তবে এর দ্বারা স্পষ্ট হয়ে গেছে বিজেপি সরকারের দমন-পীড়নের দিক বেছে নিচ্ছে৷ বিরোধীদের সাথে কোনো আলোচনাই করতে চায়না৷ এমনকি বর্তমানের যে আর্থিক মন্দা অবস্থার সৃষ্টি হয়েছে এর জন্য দায়ী বিজেপি সরকার বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন৷ এদিন কনভেনশনে এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ নেত্রী পাঞ্চালি ভট্টাচার্যী, তপন চক্রবর্তী সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *