BRAKING NEWS

বিজেপির বিরুদ্ধে বিহারের জনগণকে পরামর্শ চিদম্বরমের

পাটনা, ২ অক্টোবর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে সরগরম রাজ্য রাজনীতি। প্রচারের পাশাপাশি রাজনৈতিক তরজাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে পূর্ব ভারতের অতি গুরুত্বপূর্ণ এই রাজ্যে। ইশতেহার জুড়ে নির্বাচনী প্রতিশ্রুতি পাশাপাশি চলছে রাজনৈতিক কটাক্ষের পালাও। এমন পরিস্থিতিতে প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম বিহারের জনগণকে উদ্দেশ্য করে পরামর্শ দিয়েছেন যে বিজেপির দেওয়া লোভনীয় প্রতিশ্রুতির বন্যাকে অগ্রাহ্য করে নিজেদের প্রকৃত চাহিদার ওপর গুরুত্ব দিক জনগণ। বিজেপি নেতারা আস্থা, বিশ্বাস এবং ভরসার নাম করে জনগণকে বিভ্রান্ত করে যাবে। কিন্তু বেকারত্ব দূরীকরণ থেকে শুরু করে নতুন কর্মসংস্থান তৈরি করা, ফসলের সুরক্ষা, কৃষক, শ্রমিকের প্রসঙ্গে কোন কাজ করেনি।


 সোমবার পি চিদম্বরম জানিয়েছেন, ডবল ইঞ্জিন সরকার রাজ্যের কৃষক এবং শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে। নীতীশ কুমারের হয়ে বিজেপি কর্মীরা প্রচার করলেও অপর প্রান্ত থেকে একটি শ্লোগান খুব জনপ্রিয় হয়ে উঠেছে তা হল ‘ খালি হাত, খালি পকেট এবং খালি পেট। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *