BRAKING NEWS

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার এক সেনা জওয়ান

জয়পুর, ৩১ অক্টোবর (হি. স.): পাকিস্তানি হ্যান্ডলিং সংস্থাকে ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগে রাজস্থানে এক সেনা জওয়ানকে (সেনাবাহিনীর গাড়ি চালক) গ্রেফতার করল সিআইডির ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। জয়পুরের স্পেশাল পুলিশ স্টেশনে অভিযুক্তের বিরুদ্ধে নির্ধারিত একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এডিজি (ইন্টেলিজেন্স) উমেশ মিশ্র জানিয়েছেন, পাকিস্তানি গুপ্তচর সংস্থার মদতপুষ্ট ছদ্মনামধারী এক মহিলার সঙ্গে সামাজিক মাধ্যমে ক্রমাগত সম্পর্ক রেখে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিচ্ছিল রামনিবাস গোড়া (২৮) নামে এক সেনা জওয়ান। সে সেনাবাহিনীর গাড়ি চালাত। গুপ্তচরবৃত্তি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।


উল্লেখ করা যেতে পারে, ধৃত রমনিবাসের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে যে পাকিস্তানি হ্যান্ডলিং এজেন্সি খবর দেওয়ার বিনিময়ে তার একাউন্টে টাকা দিয়েছে। অনেকদিন ধরেই রামনিবাসের ওপর নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *