BRAKING NEWS

৮১-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ১,২১,৬৪১

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ৮১-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৮১,৩৭,১১৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৫৫১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮,২৬৮ জন।


শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,২১,৬৪১ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ৫৯,৪৫৪ জন, ফলে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৭৪,৩২,৮২৯ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮২ হাজার ৬৪৯ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ১১,৭৩৭ জন।


৩০ অক্টোবর (শুক্রবার সারা দিনে) ভারতে ১১,৬৭,৯৭৬টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ১১,৬৭,৯৭৬টি করোনা-স্যাম্পেলের মধ্যে পজিটিভ এসেছে ৪৮,২৬৮টি স্যাম্পেল, বাকিগুলি নেগেটিভ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এ পর্যন্ত ভারতে ১০,৮৭,৯৬,০৬৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *