BRAKING NEWS

পূর্ব লাদাখে টি ৯০, টি ৭২ ট্যাঙ্ক মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী

লেহ, ২৭ সেপ্টেম্বর (হি. স.): পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে তৎপর ভারতীয় সেনাবাহিনী। কোর কমান্ডার পর্যায়ে একাধিক বৈঠক হওয়া সত্বেও চিন যে নিজের অভ্যাস থেকে পিছু হটবে না সেটা ধরে নিয়েই কার্যত যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ভারত। পূর্ব লাদাখের এলএসি লাগোয়া এলাকাগুলিতে বিপুল পরিমাণ সেনা সমাবেশ করিয়েছে ভারত। এমনকি প্যাংগং ঝিলের দুই পারের গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলিকে নিজেদের দখলে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। চিনের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে  অত্যাধুনিক টি৯০, টি৭২ ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। এ ছাড়াও বি এম পি ২ ইনফ্যান্ট্রি কম্বাট ভেহিকেল যা কিনা মাইনাস ৪০ ডিগ্রী সেলসিয়াসেও সমান ভাবে দক্ষ তা মোতায়েন করেছে। পূর্ব লাদাখের চুমার – ডেমচক এলাকায় এই অত্যাধুনিক সমরাস্ত্র মোতায়েন করেছে ভারত। এই প্রসঙ্গে ১৪ নম্বর কোরের মেজর জেনারেল অরবিন্দ কাপুর জানিয়েছেন, এত কঠিন, প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে  ভারত তথা বিশ্বে ফায়ার এন্ড ফিউরি হচ্ছে সম্ভবত একমাত্র মেকানাইজড ডিভিশন যা কিনা মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে এই সকল কমব্যাট ভেহিকল, ট্যাংককে রক্ষণাবেক্ষণ করাটা খুব কঠিন। শীতকালের কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখেই এই প্রস্তুতি  যে তারা নিয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন অরবিন্দ কাপুর। অতিরিক্ত শীতে সেনাবাহিনীদের জন্য যে পর্যাপ্ত পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ করা হয়েছে আউটপোস্টগুলিতে তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। অতিরিক্ত শীতে ট্যাঙ্কগুলির জ্বালানির অভাব যাতে না হয় তার জন্য তিন ধরনের জ্বালানির ব্যবস্থা করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *