BRAKING NEWS

মনমোহন সিংয়ের সততা অনুপ্রেরণার উৎস : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের মতে, মনমোহন সিংয়ের সততা, শালীনতা এবং উৎসর্গ সকলের জন্য অনুপ্রেরণার উৎস। মনমোহনের মতো একজন প্রধানমন্ত্রীর শুন্যতা অনুভব করছে ভারত। সেপ্টেম্বরের ২৬ তারিখ, ১৯৩২ সালের এই দিনই জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| ইউপিএ আমলে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মনমোহন সিং| ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মনমোহন সিং| তিনি সরকারের অর্থনৈতিক উপদেষ্টা এবং প্ল্যানিক কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন|  


মনমোহনকে অনুপ্রেরণার উৎস আখ্যা দিয়ে শনিবার টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, মনমোহনের মতো একজন প্রধানমন্ত্রীর শুন্যতা অনুভব করছে ভারত। তাঁর সততা, শালীনতা এবং উৎসর্গ সকলের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা। রাহুল ছাড়াও মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ড : মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা| ঈশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *