BRAKING NEWS

অনভিপ্রেত আচরণে মনক্ষুন্ন! এক-দিনের জন্য উপবাস হরিবংশের

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): গত রবিবার (২০ সেপ্টেম্বর) রাজ্যসভায় অবাঞ্চিত ও অনভিপ্রেত আচরণের শিকার হয়েছিলেন উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। বিরোধী সাংসদদের আচরণে মনক্ষুন্ন ডেপুটি চেয়ারম্যান। অনভিপ্রেত আচরণের জন্য এক-দিনের জন্য উপবাস পালন করবেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখে হরিবংশ জানিয়েছেন, ‘২০ সেপ্টেম্বর রাজ্যসভায় যা কিছু হয়েছে, এ জন্য আমি ব্যথিত, মানসিকভাবে বেদনাগ্রস্ত। সারারাত ঘুমোতে পারিনি। রুল বুক ছিঁড়ে আমার দিকে নিক্ষেপ করা হয়েছিল।’


ডেপুটি চেয়ারম্যান আরও জানান, সদনে ওই ঘটনার পর থেকেই আমি বিষণ্ণ। সাংসদদের অনভিপ্রেত আচরণের জন্য আজ (মঙ্গলবার) এক দিনের জন্য উপবাস পালন করছি আমি, যাতে তাঁরা নিজেদের কাজের জন্য অনুতাপ করেন। উল্লেখ্য, কৃষি বিল নিয়ে রবিবার রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন রাজ্যসভা পরিচালনার ‘রুল বুক’ নিয়ে ডেপুটি চেয়ারম্যান হরিবংশের সামনে ছুটে যান। বাকি বিরোধী দলের সাংসদরাও ছুটে যান। বিলের কপি ছিঁড়ে উড়িয়ে দেওয়া হয়। হরিবংশের টেবিলের নথিও ছেঁড়া হয় বলে অভিযোগ। তাঁর টেবিলের তিনটি মাইক্রোফোন ভেঙে দেওয়া হয়। মার্শালের সঙ্গেও তাঁর ধস্তাধস্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *