কুর্সির লালসায় পঞ্চায়েত ভাঙ্গার ষড়যন্ত্র শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধির

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ সেপ্ঢেম্বর৷৷ প্রধান ও উপ-প্রধানের চেয়ারে লালসায় কংগ্রেস দলের সাথে আঁতাত করে পঞ্চায়েত ভাঙ্গার স্বপ্ণ দেখছে শাসক দলের পঞ্চায়েত উপপ্রধান ও মেম্বার৷তাদের মদত করছে পঞ্চায়েত সচিবও, অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের শাসক দলের প্রধান মেম্বার সহ এলাকার শাসক দলের নেতৃত্বদের৷৷ ঘটনা উত্তরের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা ব্লকাধীন ফুলবাড়ির গ্রাম পঞ্চায়েতটি ইতিমধ্যে খবরের শিরোনাম দখল করে নিয়েছে৷ বিগত ত্রিস্তরীয় নির্বাচনের পর সিপিআইএম দলের কাছ থেকে ছিনিয়ে শাসক দল বিজেপির ৪ জন পঞ্চায়েত প্রতিনিধি ও নির্দলীয় দুইজন পঞ্চায়েত প্রতিদিন নিয়ে যৌথভাবে পঞ্চায়েত গঠন করে শাসক দল বিজেপি৷ যদিও পরবর্তী সময়ে দুইজন নির্দলীয় পঞ্চায়েত প্রতিনিধি বিজেপিতে যোগদান করেন৷বর্তমানে বিজেপি দলের ছয় জন ও কংগ্রেস দলের ৫ জন পঞ্চায়েত সদস্য নিয়ে মোট ১১ জনে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতটি পরিচালিত৷ সেখানে নির্দল থেকে বিজেপি দলে আসা হাজিরা বেগমকে প্রধানের দ্বায়িত্বে বসানো হয়৷


কিন্তু পঞ্চায়েত গঠনের পর থেকেই বিজেপি দলের দুই জন পঞ্চায়েত প্রতিনিধি অর্থাৎ উপপ্রধান মিন্টু নাথ ও মেম্বার আস্কর আলী কংগ্রেস দলের পাঁচ জন পঞ্চায়েত সদস্যের সাথে গোপন আঁতাত করে পঞ্চায়েত ভাঙতে শুরু করেছেন বলে বিজেপি দলের প্রধান মেম্বার সহ এলাকার শাসক দলীয় নেতাদের অভিযোগ৷ উনাদের অভিযোগ, প্রধান ও উপ প্রধানের চেয়ারের লোভে মিন্টু নাথ ও মেম্বার আস্কর আলী কংগ্রেসের সাথে গোপন আঁতাত করে বর্তমান শাসকদলীয় পরিচালিত পঞ্চায়েতের উপর অনাস্থা এনে পঞ্চায়েত ভেঙ্গে দিতে চাইছে৷ আর তাদের সঙ্গ দিচ্ছেন খোদ পঞ্চায়েত সচিব পল্লবী চক্রবর্তী বলেও উনাদের অভিযোগ৷উনারা আরো অভিযোগ করে বলেন, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে ২ নং ওয়ার্ডের আই এ ওয়াই ঘর প্রাপক বেনিফিসারী সালমা বেগমকে ২০ হাজার টাকা এবং আনজির আলীকে ১০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে প্রধান হাজিরা বেগম ও তার স্বামী মানিক উদ্দিনের নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিয়েছে কংগ্রেস দলের সঙ্গে আঁতাত কারী বিজেপি দলের দুই পঞ্চায়েত সদস্য ও কংগ্রেস দল৷বেনিফিসারীদের টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে প্রধানের স্বামী মানিক উদ্দিনের নামে আই এ ওয়াই ঘর পাওয়ার সুবিধার ক্ষেত্রে বেনিফিসারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উত্থাপিত করা হয়েছে৷


যা বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে৷ আর ভাইরাল হয়ে পড়াতে স্থানীয় শাসকদলীয় নেতৃত্বরা সরজমিনে আইএওয়াই ঘর প্রাপক বেনিফিসারীদের সাথে কথা বলেন৷কথা বলে জানতে পারেন যে, উপপ্রধান মিন্টু নাথ ও মেম্বার আস্কর আলী কংগ্রেস দলের সঙ্গে যোগ সূত্র করে বেনিফিসারীদের টাকার প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে প্রধানের স্বামী মানিক উদ্দিনের বিরুদ্ধে এ ধরনের নোংরা মিথ্যা বদনাম করছেন৷ শাসকদলীয় উপপ্রধান মিন্টু নাথ ও মেম্বার আস্কর আলী প্রধান ও উপপ্রধানের চেয়ারের লোভে বিজেপি পরিচালিত পঞ্চায়েতি ভেঙে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত গঠন করতে চাইছে বলেও শাসকদলীয় নেতৃত্বদের অভিযোগ৷ উল্লেখযোগ্য বিষয় হলো অভিযোগকারী আইএওয়াই বেনিফিসারি সালমা বেগম ও আনজির আলী অকপটে স্বীকার করেছেন যে, কংগ্রেস দলের নেতৃত্বরা এবং বিজেপি দলের উপ প্রধান ও এক মেম্বার তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে প্রধান ও তার স্বামীর নামে মিথ্যে অভিযোগ করতে বলেছিলেন৷তাই উনারা তাদের কথায় প্রধান ও তার স্বামীর নামে মিথ্যে অভিযোগ করেছিলেন৷
অপরদিকে সমস্ত ঘটনা নিয়ে উপপ্রধান মিন্টু নাথকে জিজ্ঞেস করলে তিনি সংবাদমাধ্যমে সামনে বলেন, পুরো ঘটনাটি দলীয় কার্যকর্তাদের কাছে জানিয়েছেন৷দল যে সিদ্ধান্ত নেবে তা উনি মাথা পেতে নেবেন৷
এখন সংবাদের শিরোনাম দখলকারী ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাদা ছোড়াছুড়ি রাজনীতি দমন করে কি ভূমিকা গ্রহণ করে শাসক দল?নাকি সেই সুযোগে পঞ্চায়েত দখল করে নেয় কংগ্রেস দল সেটাই এখন দেখার বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *