BRAKING NEWS

রাজ্যের করোনা পরিস্থিতি দেখতে এলেন কেন্দ্রের বিশেষজ্ঞ টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ তিন সদস্যক বিশেষজ্ঞের প্রতিনিধি দল রাজ্যে এসেছেন বৃহস্পতিবার৷ এই বিশেষজ্ঞ প্রতিনিধি দলে রয়েছেন এন সি ডি সি-র কনসালটেন্ট এডিমোলজিস্ট ডাঃ দৈশী পান্না ও এল এম এইচ সি-র রেসপিরেটরি মেডিসিনের অ্যাসিসটেন্ট প্রফেসার ডাঃ পি কে ভার্মা ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সিনিয়ার আঞ্চলিক অধিকর্তা ডাঃ সত্যজিৎ সেন৷ ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন৷

শুক্রবার যান এ জি এম সি হাসপাতালে৷ সেখানে সাংসদ প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে স্বাস্থ্য আধিকারিক ও চিকিৎসক, পশ্চিম জেলার জেলা শাসক এবং এ জি এম সি- কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন৷ তবে সংবাদ মাধ্যমের সামনে কিছু জানাতে চাননি বিশেষজ্ঞ দলের সদস্যরা৷ জানা গেছে কোভীড আক্রান্তদের ট্রিটমেন্টের বিষয়ে বিষদ খোঁজ খবর নেবেন তারা৷ একই সঙ্গে জেলা গুলিতেও যাবেন৷ যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণের হার বেশী সেই সমস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে তাদের৷ চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনা দেখতে শনিবার এম জি এম সি যাওয়ার কথা রয়েছে বিশেষজ্ঞ দলের৷ এরপর পরামর্শ দেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *