নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ সিপাহী জলা জেলার বিশালগড়ের ২নং গৌতম নগর এলাকায় ৪ দুষৃকতিকারীর ধারালো অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ দুসৃকতিকারীরা পরিবারের মহিলাদের শ্রীলতাহানি করেছে বলেও অভিযোগ৷
অভিযুক্তদের মধ্যে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ৷ ধৃতরা হলো কাজল নামোএবং সমীর নামো৷ অপর দুই অভিযুক্ত পলাতক৷ তারা হল সজল নামো এবং পরেশ নামো৷ তাদেরকে আটক করার জন্য বিশালগড় থানার পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ঘটনার বিবরণে জানা গেছে বিশালগড়ের ২ নং গৌতম নগর এলাকার এক ব্যক্তির সঙ্গে প্রতিবেশী এক পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছে৷ জমি সংক্রান্ত বিরোধের জেরে ওই বাড়িতে সঙ্ঘবদ্ধ হামলা চালানো হয়৷ সঙ্ঘবদ্ধ হামলায় মহিলা ও নাবালিকা সহ পরিবারের তিনজন সদস্য আহত হন৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি উঠেছে৷ বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷যে দুজন অভিযুক্ত পলাতক তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷