BRAKING NEWS

পৃথক দূর্ঘটনায় আহত তিনজন, ক্ষুব্ধ জনতা ভাঙচুর করল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ৬ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিন পথদুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলছে৷ সদর উত্তরের মোহন বাড়ি এলাকায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ তোর ঘটনার প্রতিবাদে এলাকার জনগণ মোহন পারি এলাকায় পথ অবরোধ করেন৷ দুর্ঘটনার পর গাড়িচালক গাড়ি নিয়ে মোহন বাড়ি টিএসআর ক্যাম্পে আশ্রয় গ্রহণ করে৷ উত্তেজিত জনতা টিএসআর ক্যাম্প এ ঢুকে গাড়িটি ভাঙচুর করে৷ ঘটনার খবর পেয়ে সেথায় থানার পুলিশ এবং এসডিপিও দ্রুত ঘটনাস্থলে ছুটে যান৷ এদিকে ১ বাইক দুর্ঘটনায় বাইক চালক গুরুতর ভাবে আহত হয়েছেন৷জানা গেছে দ্রুতগামী একটি ম্যাক্স গাড়ি বাইককে ধাক্কা দিলে বাইকটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতেই বাইক চালক গুরুতর ভাবে আহত হন৷ ম্যাক্স গাড়ি চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷

সিধাই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷সিধাই থানা এলাকায় পৃথক পৃথক পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷জান দুর্ঘটনা এড়াতে পুলিশ এবং ট্রাফিক দপ্তরকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷প্রশাসনের নরম মনোভাবের সুযোগকে কাজে লাগিয়ে বাইক এবং যানবাহনের চালকরা দ্রুতবেগে যানবাহন চলাচল করে থাকেন বলে অভিযোগ৷ সে কারণেই ভয়াবহ দুর্ঘটনার হার ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷জান দুর্ঘটনা এড়াতে পুলিশ এবং ট্রাফিক দপ্তরকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য সাধারণ জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷এদিকে খোয়াই এর শরৎ চৌধুরী এলাকায় পথ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একবার চালক৷ আহত বাইক চালক এর নাম রাকেশ দেববর্মা৷জানাজায় বাইক চালক রাকেশ দেববর্মা বেল ফাং থেকে খোয়াই এর উদ্দেশ্যে আসছিল৷শরৎ চৌধুরীপাড়ায় আসতেই একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে বাইক চালক গুরুতর ভাবে আহত হয়৷স্থানীয় লোকজন আহত বাইক চালককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান৷বর্তমানে বাইক চালক খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷


এদিকে, মেলাঘর থানাধীন ব্যানার্জি বাগান মেইন সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা৷ জানা যায় বাইক চালক সনিৎ দাস পিতা নৃপেন্দ্র দাস এবং পেছনে থাকা বিশ্ণু দত্ত মেলাঘর থেকে বিশ্রামগঞ্জের দিকে আসছিল তখন ব্যানার্জি বাগানসিত মেইন সড়কে আসতেই নিজ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং দুজনের প্রায় গুরুতর আহত হয়ে পড়ে৷ জায়গাটি পুরোপুরি ভাবে নিরব,কারন সেখানে দুরদুরন্তে তেমন কোন বাড়ি ঘর নেই তাই অনেকক্ষণ পড়ে থাকলেও আহতদের সহায়তা করার জন্য কেউ এগিয়ে আসে নি৷ কিছুক্ষন পরে বিশালগড়ের দুজন সাংবাদিক মেলাঘর থেকে বিশ্রামগঞ্জের দিকে আসার পথে দুর্ঘটনাটি তাদের নজরে আসে এবং তরিঘরি বিশ্রামগঞ্জের ফায়ার সার্ভিসে খবর দেয়, খবর পেয়ে বিশ্রামগন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশ্রসমগন হাসপাতালে নিয়ে আসে কিন্তু আহতদের অবস্থা আশংকা জনক হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর তাদের রাজধানীর জিবি হাসপাতালে রেফার করে দেয় চিকিৎসক৷ পরে মেলাঘর থানার পুলিশ এসে দুর্ঘটনার বাইকটিকে থানায় নিয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *