BRAKING NEWS

বিশালগড় নেতা কর্মীদের উপর আক্রমণ ও অফিস ভাঙচুরের খতিয়ান দিল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্ঢেম্বর৷৷ বৃহস্পতিবার বিশালগড় মহকুমা সিপিএম অফিসে প্রেস কনফারেন্স করা হয়েছে৷
উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সিপিআইএম বিধায়ক ভানু সাহা, সিপাহী জলা জেলার সিপিআইএম পার্টির মন্ডলী সদস্য পার্থ প্রতিম মজুমদার, মহাকুমা সম্পাদক সিদ্দিকুর রহমান, এবং ফখরুদ্দিন আহমেদ৷ দুপুর দুইটায় এই প্রেস কনফারেন্স করা হয়৷প্রেস কনফারেন্সে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এক নজরে বিশালগড় মহকুমা সংঘটিত সন্ত্রাসের বিবরণ, পার্টি গণসংগঠনের অফিস বিভিন্ন অফিসের সন্ত্রাসের নমুনা, ভাঙচুর, অগ্ণিসংযোগ, তালিকা প্রকাশ করলেন বিধায়ক ভানু লাল সাহা৷ তাছাড়া বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এক নজরে বিশালগড় মহকুমা সংঘটিত বাড়িঘর ভাঙচুর অগ্ণিসংযোগ সন্ত্রাসের বিবরণ জানিয়েছেন জেলা সদস্য মন্ডলীর অন্যতম সদস্য পার্থ প্রতিম মজুমদার৷


বিশালগড় মহাকুমার সিপিআইএম অফিস আক্রান্ত,,(ভাঙচুর, লুট, বেদখল, অগ্ণিসংযোগ,) ঘটনা ৯০টি৷এর মধ্যে জেলা অফিস (একটি) মহকুমা অফিস (একটি) লোকাল অফিস (এগারটি) ব্রাঞ্চ অফিস (সাতাশটি) গণসংগঠন অফিস (১০টি) বুথ অফিস (চরিলাম) চল্লিশটি৷
বসতঘর/ দোকান ঘর ভাঙচুর/ লুট/ অগ্ণিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে ১৩০ টি৷ এছাড়া বাড়িঘরে উঁচুতে বেড়া ভাঙ্গা আক্রমণ ইত্যাদি ঘটনা কমপক্ষে দুই শতাধিক৷
সাতজন মহাকুমা সম্পাদক মন্ডলীর সদস্য (ভানু লাল সাহা (বিধায়ক) সিদ্দিকুর রহমান, পার্থ প্রতিম মজুমদার, প্রদেশ রায়, বিষ্ণুপদ ভৌমিক, পুলিন বদ্মন, ও সন্তোষ বিশ্বাস) এবং আটজন পার্টি লোকাল সম্পাদক (প্রদীপ দেবনাথ, প্রদীপ দাস, পলাশ দেববর্মা, ধীরেন্দ্র সরকার, ঝুটন রায়, কৃষ্ণপদ ভূমিকা, তপন দেবনাথ, অসিত সাহা) সহ শারীরিকভাবে আক্রান্ত হয়েছে কমপক্ষে তিন শতাধিক৷ তাছাড়া বিধায়ক বলেন ৮৮ যে সন্ত্রাস চলেছিল তার থেকে বর্তমানে ভয়ংকর সন্ত্রাস সৃষ্টি করছেন মানুষের মনে এই বিজেপি নামক দুষৃকতিকারী দলটি৷ তারা প্রতিনিয়ত সারা ত্রিপুরা রাজ্যের যে শান্তি বাতাবরণ ছিল তাকে ধবংস করে দিচ্ছেন৷বর্তমান সময়ে নেই কোন রোজগার, ব্যবসায় মন্দা ,মানুষ না খেয়ে থাকার পরিস্থিতি ধারণ করে রয়েছে৷ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কে এই দুষৃকতিকারী বিরুদ্ধে দলবল নির্বিশেষে একমত হয় মোকাবেলা করার জন্য এগিয়ে আসার আহ্বান রাখেন৷

আজ চারজনের এক প্রতিনিধি দল সিপাহী জলা জেলাশাসকের নিকট উক্ত ঘটনার বিবরণ জানিয়ে এক প্রতিলিপি জেলা শাসকের কাছে তুলে দেন এর প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক, সন্তোষ বিশ্বাস, পার্থপ্রতিম মজুমদার, ফখরুদ্দিন আহমেদ,৷ উনারা জেলা শাসকের কাছে উক্ত ঘটনা গুলি যেন অতিসত্বর বন্ধ করা হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য উনারা আবেদন জানান৷এবং উনাদের এই আবেদন টুকে সঠিকভাবে দেখবেন বলে আশা ব্যক্ত করেন সিপাই জেলার জেলাশাসক এমনটিই জানিয়েছেন বিধায়ক ভানু লাল সাহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *