BRAKING NEWS

বিধানসভার আরও দুই বিজেপি সদস্য করোনায় সংক্রমিত

আগরতলা, ২ সেপ্ঢেম্বর (হি. স.)৷৷ ত্রিপুরা বিধানসভার আরও দুই বিজেপি সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷কল্যাণী রায় এবং সুধাংশু দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের করোনা সংক্রমিতের খবর দিয়েছেন৷ সবমিলিয়ে এখন পর্যন্ত সাত বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁরা সকলেই শাসকদলের সদস্য৷ তাঁদের মধ্যে পাঁচজন বিজেপি-র এবং দুজন আইপিএফটি-র বিধায়ক৷


করোনা আক্রান্ত বিজেপি বিধায়ক হলেন রামপদ জমাতিয়া, মিমি মজুমদার, আশিসকুমার সাহা, কল্যাণী রায় ও সুধাংশু দাস এবং আইপিএফটি বিধায়করা হলেন ধনঞ্জয় ত্রিপুরা ও বৃষকেতু দেববর্মা৷ রামপদ জমাতিয়া এবং ধনঞ্জয় ত্রিপুরা ইতিমধ্যে সুস্থ হয়েছেনঊ বাকি বিধায়করা চিকিৎসাধীন রয়েছেন৷ মিমি মজুমদার বাদে অন্যরা বাড়িতে আইসোলেশনে৷
ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তাঁর টুইট বার্তায় বলেন, পরিবারের সদস্য এবং দুই নিরাপত্তা রক্ষী সহ আমি করোনা আক্রান্ত হয়েছি৷ সম্প্রতি তাঁর সংস্পর্শে আগত সকলকে করোনা পরীক্ষা করতে এবং বাড়িতে আইসলেসনে থাকার পরামর্শ দিয়েছেন তিনিঊ এদিকে, বিধায়ক সুধাংশু দাসও নিরাপত্তা রক্ষী এবং চালক সহ করোনা আক্রান্ত হয়েছেন৷ তিনি ফেসবুকে এই তথ্য জানিয়েছেন৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দলীয় বিধায়কের করোনা আক্রান্তের ঘটনায় তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১২,৭১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৪,৭৩৪ জন সক্রিয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *