BRAKING NEWS

পাবজি সহ ১১৮টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করল কেন্দ্র

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি. স.): ভারতের জাতীয় সুরক্ষা বিপন্ন হতে পারে সেই কারণে পাবজি সহ ১১৮ টি মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। এর আগে জুনে ৫৯ এবং জুলাইতে ৪৭ টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে ভারতের সুরক্ষার জন্য বিপদজনক হতে পারে ভেবেই এই সকল চিনা অ্যাপ্লিকেশনগুলি নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ হওয়া ১১৮ টি অ্যাপ্লিকেশনের মধ্যে পাবজি সহ অনেক জনপ্রিয় মোবাইল অনলাইন গেমস রয়েছে। তথ্য চুরির অভিযোগে এর আগেও পাবজির বিরুদ্ধে উঠেছিল।যদিও প্রস্তুতকারী সংস্থা নিজেদের নীতি পরিবর্তন করেছে বলে দাবি করেছিল।সংস্থার তরফ থেকে বলা হয়েছিল ভারতের ডাটা ভারতের মধ্যেই জমা থেকে যায়। পূর্ব লাদাখের গালওয়ানে চিনা বাহিনীর সঙ্গে সংঘাতের পর প্রথমে ৫৯ টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছিল। জুলাইতে আরো ৪৭ টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করে দেওয়া হয়। এই করে ভারতে এখনো পর্যন্ত ২২৪ টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *