BRAKING NEWS

দিল্লিতে প্রণবের শেষকৃত্য, গান স্যালুট ও শ্রদ্ধায় বিদায় প্রাক্তন রাষ্ট্রপতিকে

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। মঙ্গলবার দিল্লির লোধী রোড মহাশ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হয় দেশের ১৩ তম রাষ্ট্রপতিকে। একইসঙ্গে অবসান হল প্রণব মুখোপাধ্যায়ের বর্ণময় যুগের।


চিকিৎসাধীন থাকাকালীন প্রণবের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিল। তাই দিল্লির রাজাজি রোডের বাড়ি থেকে শুরু করে লোধী রোড মহাশ্মশান, সর্বত্রই কোভিড প্রোটোকল মেনে শেষকৃত্য করা হয়। পিপিই কিট পরেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। পরিবারের অন্য সদস্যরাও সবাই পিপিই কিট পরে শামিল হয়েছিলেন শেষকৃত্যে। এ ছাড়া কোভিড প্রোটোকল মেনে শ্মশানেও লোকসংখ্যা সীমিত রাখা হয়েছিল।


দেশবাসীকে শোকস্তব্ধ করে না-ফেরার দেশে চলে গিয়েছেন ভারতরত্ন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গত ৯ আগস্ট রাতে দিল্লির ১০ রাজাজি মার্গের বাসভবনে শৌচাগারে প্রণববাবু পড়ে যান, তাঁকে ভর্তি করা হয় সেনা হাসপাতালে। সুস্থ হয়ে আর বাড়ি ফিরলেন না তিনি, মঙ্গলবার সকালে ১০ রাজাজি মার্গের বাড়িতে পৌঁছয় প্রণবের নশ্বর দেহ।


এদিন সকালে প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। প্রণবকে শ্রদ্ধা নিবেদন করেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনা প্রধান এম এম নরবনে, বায়ুসেনা প্রধান মার্শাল আর কে এস ভাদৌরিয়া, নৌবাহিনীর প্রধান করমবীর সিং প্রমুখ। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ। প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে কেন্দ্র সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারি বিনোদন অনুষ্ঠান হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *