BRAKING NEWS

রাজ্যে করোনায় মৃত্যু আরও ছয়, শতক পার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ করোনায় রাজ্যে মৃত্যু শতক পার করেছে৷ রবিবার একদিনে মৃত্যু হয়েছে ছয়জনের৷ এর মধ্যে চারজন পশ্চিম জেলার৷ এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১০২৷ এদিকে, এদিন নতুন করে ৩২১ জন আক্রান্তের সন্ধান মিলেছে৷ এদিন ২৮১২ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল৷ অন্যদিকে এদিন রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে সুস্থ হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে ২০১ জনকে৷


রাজ্যে করোনা পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করেছে৷ হু হু করে দীর্ঘ হচ্ছে সংক্রমিতের সংখ্যা৷ এক সাথে বাড়ছে মৃত্যু৷ রাজ্য সরকারের তরফ থেকে বার বার আহ্বান জানানো হচ্ছে যাতে সতর্কতা অবলম্বন করা হয়৷ কিন্তু একাংশ মানুষের বেপরোয়া চলাফেরায় পরিস্থিতি আরও বেশী জটিল হয়ে উঠছে৷ রবিবার রাজ্যের যে ৩২১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে এর মধ্যে উত্তর জেলায় ৩৩ জন, ধলাই জেলায় ৩৪ জন, খোয়াই জেলায় ২৮ জন, গোমতী জেলায় ১৪ জন, সিপাহীজলা জেলায় ১৬ জন, ঊণকোটি জেলায় ১৭ জন, দক্ষিণ জেলায় ১৫ জন এবং পশ্চিম জেলায় ১৬৪ জন৷

এদিকে, আনলক ৪ এর নির্দেশিকা শনিবার প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার৷ তাতে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় ঘোষণা দেওয়া হয়েছে৷ বিভিন্ন অনুষ্ঠানে লোক সমাগমের সংখ্যাও কিছুটা বাড়িয়েছে৷ এই অবস্থায় রাজ্য প্রশাসনের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হবে৷ কিন্তু, একাংশ মানুষ যেভাবে সরকারি নির্দেশিকা অমান্য করে চলেছে তাতে করোনা সংক্রমেণর আশংকাকে আরও বাড়িয়ে দিচ্ছে৷


লক্ষ্য করা যাচ্ছে বাজারগুলিতে সামাজিক দূরত্বের কোন বালাই নেই৷ তাছাড়া মাস্ক না পরার মতো দৃশ্যও দেখা যাচ্ছে৷ যদিও রাজ্য সরকারের তরফে থেকে করোনা সংক্রমেণ হার বৃদ্ধির বিষয়টিকে মাথায় রেখে নেইবারহুড ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷ অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে৷ কোভিড-১৯ পরীক্ষার সংখ্যার সাথে আক্রান্তের সংখ্যার আনুপাতিক হার অনেকটাই দুঃশ্চিন্তার৷ জানা গিয়েছে আগরতলা পুর নিগমের বেশ কয়েকটি ওয়ার্ডে কোভিড-১৯ পরীক্ষার ওপর জোর দেয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *