BRAKING NEWS

প্রয়াত প্রাক্তন অপেনার চেতন চৌহান

লখনউ, ১৬ আগস্ট (হি.স.): করোনা আক্রান্ত হয়ে জীবনাবসান হল উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহানের। রবিবার গুড়গাঁওয়ের মেদন্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। প্রাক্তন ওপেনার তথা উত্তর প্রদেশের মন্ত্রীর প্রয়াণের খবর জানান তাঁর ভাই পুষ্পেন্দ্র চৌহান।  দেশের হয়ে তিনি মোট ৪০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন।

গত ১১ জুলাই উত্তরপ্রদেশের ক্যাবিনেটমন্ত্রী চেতন চৌহানের করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল । এরপর লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল দেশের প্রাক্তন ওপেনরাকে। কিন্তু উনি করোনাকে হারাতে সক্ষম হওয়ার আগেই কিডনি আর রক্তচাপের সমস্যা বেড়ে যায়। এরপর শুক্রবার রাতে চেতন চৌহানের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মেদন্ত হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার তার স্বাস্থ্যের অবনতি ঘটায় তাকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় । তাঁর কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল। শরীরের একাধিক প্রত্যঙ্গও সাড়া দিচ্ছিল না। রবিবার লড়াই শেষ হয়ে গেল চেতন চৌহানের। চৌহান রেখে গেলেন স্ত্রী ও ছেলে বিনায়ককে। মেলবোর্ন থেকে রবিবারই দেশে ফেরার কথা বিনায়কের। তাঁর মৃত্যুতে ক্রীড়া ও রাজনৈতিক মহলে শোকের ছায়া ।

উল্লেখ্য, চেতন চৌহান আর সুনীল গাভাস্কার ভারতের সফল ওপেনিং জুটির এরমধ্যে একটি। টেস্ট ক্রিকেটে দুজনে একসাথে তিন হাজার রান বানিয়েছেন। দুজনের মধ্যে ১৯৭৯ সালে ব্রিটেনের ওভালের পার্টনারশিপ হামেশাই স্মরণীয় হয়ে থাকবে। সেখানে এই দুই মহারথি মিলে ২১৩ রান করেছিলেন। যেটা সেই সময়ের সর্বকালীন রেকর্ড ২০৩ রানের পার্টনারশিপকে ভেঙে দিয়েছিল। ৭৩ বছর বয়সী চেতন চৌহান ১৯৬৯ সালে টেস্ট ক্রিকেটের মাধ্যমে ইন্টারন্যাশানাল ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে। আর এর ঠিক ৯ বছর পর ১৯৭৮ সালে উনি প্রথমওয়ানডে ম্যাচ খেলেছিলেন ভারতের হয়ে। দেশের হয়ে ৪০ টি টেস্ট আর ৭ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে ২ হাজারের বেশি রান করার পরেও ওনার দুর্ভাগ্যের জন্য একটি সেঞ্চুরি ওনার নামে ছিল না। উনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি সেঞ্চুরি ছাড়া ২ হাজার রান করা বিশ্বের প্রথম খেলোয়াড় ছিলেন। আর ওয়ানডে ম্যাচে উনি সর্বাধিক ১৫৩ রান করেছেন। এছাড়া, ঘরোয়া ক্রিকেটে দিল্লি আর মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করে উনি অনেক রান বানিয়েছেন। ১৭৯ ফার্স্ট ক্লাস ম্যাচে ৪০.২২ এর অ্যাভারজে ১১ হাজার ১৪৩ রান বানিয়েছিলেন তিনি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ওনার নামে ২১ টি সেঞ্চুরি আর ৫৯ টি হাফ সেঞ্চুরি আছে। উনি ১৯৮১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

পাশাপাশি তিনি ডিডিসিএ-র প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি হিসেবে কাজ করেছেন চৌহান। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ম্যানেজার হিসেবেও গিয়েছিলেন তিনি।

অন্যদিকে, চেতন চৌহান দীর্ঘদিন ধরে ভারতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। চেতন চৌহান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোকসভার সাংসদও ছিলেন। ১৯৯১ ও ১৯৯৯ সালের নির্বাচনে তিনি বিজেপির টিকিটে এমপি হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *