নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): দীর্ঘ ৯৬ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, ৮৪ বছর বয়সী প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থায় এখনও কোনও পরিবর্তনই নেই। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। প্রাক্তন রাষ্ট্রপতির ভাইটাল প্যারামিটার স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। শনিবার সকালে দিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থায় কোনও পরিবর্তন নেই। শারীরিক অবস্থার অন্যান্য মাপকাঠি স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।
গত ১০ আগস্ট রাতে দিল্লির রাজাজি মার্গের বাসভবনে পড়ে যাওয়ার পরে প্রণবকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। অস্ত্রোপচারের আগে শারীরিক পরীক্ষা করতে গিয়ে তাঁর করোনা-সংক্রমণ ধরা পড়ে। ৮৪ বছর বয়সি প্রণবের মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে তাঁর শরীরের অবস্থার উন্নতির বদলে অবনতিই হয়েছে।