BRAKING NEWS

করোনা বিপত্তি ঠিকই, তবে আত্মনির্ভর ভারতের পথে অন্তরায় নয় : মোদী

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের ভাষণে ভারতকে আত্মনির্ভর করে তোলার উপরই সর্বাধিক জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, করোনাভাইরাস বড় বিপত্তি ঠিকই, তবে আত্মনির্ভর ভারতের পথে অন্তরায় হতে পারে না। এদিন অন্যান্য বহু বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনজরে প্রধানমন্ত্রী বক্তব্য :

ভারতের স্বাধীনতা আন্দোলন বিশ্বের কাছে অনুপ্রেরণা : মোদী
বিস্তারবাদীরা নিজেদের পতাকা তুলে দেওয়ার চেষ্টা করেছে। ভারতের স্বাধীনতা আন্দোলন বিশ্বের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। সারা বিশ্বে স্বাধীনতার ঢেউ উঠেছিল। বিস্তারবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল ভারত।

লালকেল্লা থেকে আত্মনির্ভর ভারতের ডাক মোদীর
লালকেল্লা থেকে আত্মনির্ভর ভারতের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন. ‘দেশের উপর আমার উপর বিশ্বাস আছে। দেশের যুবপ্রজন্ম, মহিলা, সবার উপর বিশ্বাস আছে। আর ইতিহাস সাক্ষী আছে, ভারত যা একবার ভেবে নেয়, তাই করে।’

‘মেক ইন ইন্ডিয়া’-র সঙ্গে ‘মেক ফর ওয়ার্ল্ড’-এর ডাক মোদীর
গত বছর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) সব রেকর্ড ভেঙেচুরে গিয়েছে। রেকর্ড তৈরি হয়েছে। ১৮ শতাংশ বিনিয়োগ বেড়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’-র সঙ্গে ‘মেক ফর ওয়ার্ল্ড’ হবে এবার।

স্বাধীন ভারতের মানসিকতা হওয়া উচিত ‘ভোকাল ফর লোকাল’ : মোদী
স্বাধীন ভারতের মানসিকতা হওয়া উচিত ‘ভোকাল ফর লোকাল’। আমাদের স্থানীয় পণ্যের প্রশংসা করতে হবে। যদি আমরা সেটা না করি, তাহলে আরও ভালো করার সুযোগ পাব না আমরা এবং উৎসাহী হব না।

আমদানি কমানোর বিষয়ও ছাপিয়ে যেতে হবে আমাদের : মোদী
আমদানি হ্রাস করার বিষয়ও ছাপিয়ে যেতে হবে আমাদের। উদ্ভাবনের দিকে নজর দিতে হবে আমাদের।

প্রতিদিন ১ লাখ বাড়িতে পাইপের মাধ্যমে জল যাচ্ছে, সবমিলিয়ে ২ কোটি পরিবার পেয়েছ : মোদী
গত বছর এখান থেকে ‘জল জীবন মিশন’-এর ঘোষণা করেছিলেন। এবছর গর্ববোধ করছি। আপাতত প্রতিদিন আমরা এক লাখ পরিবারের কাছে পাইপ জল পৌঁছে দিতে পারছি। দু’কোটি পরিবারের কাছে জল পৌঁছে দেওয়া গিয়েছে।

আত্মনির্ভর কৃষি এবং আত্মনির্ভর চাষি হল আত্মনির্ভর ভারতের অগ্রাধিকার : মোদী
আত্মনির্ভর ভারতের অগ্রাধিকার হল আত্মনির্ভর কৃষি এবং আত্মনির্ভর চাষি। দেশের চাষিদের আধুনিক পরিকাঠামোর সুবিধা দেওয়ার জন্য এল লাখ কোটি টাকার ‘কৃষি পরিকাঠামো তহবিল’ গঠন করা হয়েছে।

দেশের ৬ লাখ গ্রামে ১,০০০ দিনে অপটিকাল ফাইবারের কাজ করা হবে : মোদী
১,০০০ দিনের মধ্যে দেশের ছ’লাখের বেশি গ্রামে অপটিকাল ফাইবারের কাজ শেষ করা হবে।

ন্যাশনাল ডিডিটাল হেলথ মিশনের সূচনা, সবার কাছে হেলফ আইডি থাকবে : মোদী
আজ থেকে ‘ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন’ শুরু হচ্ছে। প্রত্যেক ভারতীয়কে হেলথ আইডি দেওয়া হবে। প্রতিটি টেস্ট, প্রতিটি অসুস্থতা, কখন কী শরীরা খারাপ হয়েছিল, সেই তথ্য থাকবে। প্রধানমন্ত্রী জানান, শীঘ্রই নয়া সাইবার সুরক্ষা নীতি নিয়ে আসা হবে।

মেয়েদের সর্বনিম্ন বয়স খতিয়ে দেখার জন্য কমিটি গঠন : মোদী
মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স পুনর্বিবেচনা করার জন্য একটি কমিটি গঠন করেছি আমরা। সেই কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব।

চিন সীমান্তে চোখ তুলে তাকানোর পর জওয়ানরা যোগ্য জবাব দিয়েছে : মোদী
প্রকৃত নিয়ন্ত্রণরেখা (চিন সীমান্ত) থেকে নিয়ন্ত্রণরেখা (পাকিস্তান সীমান্ত) হোক – কেউ ভারতের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকালে তাদের ভাষাতেই যোগ্য জবাব দিয়েছেন ভারত জওয়ানরা। কেউ আমাদের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে দেখালে কী হতে পারে, তা আমাদের জওয়ানরা দেখিয়ে দিয়েছেন। লালকেল্লায় দাঁড়িয়ে তাঁদের সম্মান জানাচ্ছি।

করোনা বড় সমস্যা, কিন্তু আত্মনির্ভর ভারতের পথে অন্তরায় হতে পারবে না : মোদী
করোনাভাইরাস মহামারী বড় সমস্যা। কিন্তু আত্মনির্ভর ভারতের পথে অন্তরায় হতে পারবে না তা। প্রধানমন্ত্রীর কথায়, করোনা এমন কিছু বড় বিপত্তি নয়, যা ভারতের আত্মনির্ভর হওয়ার পথে বাধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *