নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ গোমতী জেলার গর্জি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নাইটগার্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ অভিযুক্ত নাইট গার্ড এর নাম বিজয় আচার্য৷ জানা যায় শনিবার রাতে আকন্ঠ মদ্যপান করে হাসপাতালে গিয়ে এই নাইটগার্ড হাসপাতালে আসবাবপত্র এমনকি করুণা সংক্রমণ মোকাবেলার কাজে নিযুক্ত প্রথম সারির যোদ্ধা চিকিৎসক এবং নার্সদের জন্য মজুত রাখা পিপিই সহ অন্যান্য সামগ্রী ভাঙচুর এবং নষ্ট করেছে নাইট গার্ড৷ মদ্যপ এই নাইটগার্ডের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে শনিবার রাতে হাসপাতালে ধরনের লঙ্কাকাণ্ড সংঘটিত হওয়ার পর স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ মিলেছে৷ বিজেপির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শনিবার রাতে হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর এবং পিপি নষ্ট করে দেওয়ার নায়ক হাসপাতালে নাইট গার্ড৷এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো ধরনের সম্পর্ক নেই বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷

