নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, শান্তিরবাজার,২৮ জুলাই৷৷ করোনা সংক্রমিতের সন্ধানে সমীক্ষা আবারও বাধা পড়েছে৷ আজ ফের সমীক্ষায় নিয়োজিত আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীরা এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়েছেন৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া ব্লকের অধীন রাঙ্খলপাড়া এলাকায় মঙ্গলবার বেলা আনুমানিক প্রায় সাড়ে বারোটা নাগাদ সমীক্ষা করতে বাধা দেন স্থানীয় মহিলারা৷ ফলে, সমীক্ষা না করেই ফিরে যেতে হয়েছে সরকারি কর্মীদের৷
অ্যান্টিজেন টেস্ট করলেই শরীরে পাওয়া যাচ্ছে জীবাণু, এলাকাজুড়ে গত কয়েকদিন ধরে ভুল বার্তা ছড়িয়েছে৷ ফলে রাঙ্খলপাড়ার স্থানীয় জনগণ কোনওভাবেই সমীক্ষা হতে দেবেন না৷ তাই পথও অবরোধ করেন তাঁরা৷
আজ রাঙ্খলপাড়ায় সমীক্ষার কাজে নিয়োজিত কর্মীরা এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ে ফিরে গেছেন৷ অভিযোগ, কয়েকজনকে স্থানীয় মহিলারা ধাওয়াও করেছেন৷ পরে এলাকাবাসী রাঙ্খল বাজারে তেলিয়ামুড়া-দেবথাং রাস্তা অবরোধ করেন৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ সেই সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাসও৷
প্রশাসনের তরফে স্থানীয় মহিলাদের বার বার বোঝানো হলেও, সমীক্ষা হলে নাকি করোনা ছড়িয়ে পড়বে এই যুক্তিতে অনড় থাকেন তাঁরা৷ তাঁদের দাবি, সমীক্ষা কর্মীদের পিপিই কিট পড়ে এলাকায় আসতে হবে৷ সাথে যোগ করেন, কোনও পরীক্ষা তাঁরা করাবেন না৷ কারণ, তাঁরা সকলেই সুস্থ৷ এদিন টানা দেড় ঘণ্টা তাঁদের বোঝানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত সমীক্ষা ছাড়াই ফিরে যেতে হয়েছে কর্মীদের৷ সমীক্ষা কর্মী ও প্রশাসনের অন্য আধিকারিকরা ফিরে যাওয়ায় রাস্তা অবরোধ মুক্ত করেন স্থানীয় মহিলারা৷ জনৈক মহিলা জানিয়েছেন, সমীক্ষা করতে এসে তারা নাকের ভিতর নল ঢুকিয়ে দিচ্ছে৷ তাতে করোনা পাওয়া যাচ্ছে৷ তাই আমরা সমীক্ষা হোক চাই না৷
এদিকে, পতিছড়ী গাজী পাড়াতে করুনা সার্ভে টিমক প্রবেশে বাধাদিলো এলাকাবাসী৷ মুখ্যমন্ত্রীর আদেশক্রমে গতকালথেকে সারা রাজ্যজুরে শুরুহয় এন্টিজেন টেষ্ট৷ করুনা ভাইরাস দমনে রাজ্যসরকার এই পদক্ষেপ গ্রহন করেছেন৷ এই কর্মসূচীতে আশা কর্মী, অঙ্গনওয়াড়ী কর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে একটি টিম গঠন করাহয়েছে৷ এই টিমগুলি সকলের বাড়ী বাড়ী গিয়ে লোকজনদের স্বাস্থ্যের খবরনিয়ে চিকিৎসার পরামর্শদেন৷ এরমধ্যে যেই সকল লোকজনদের করুনা টেষ্টের প্রয়োজন হয় তাদেরকে চিকিৎসা কেন্দ্রেনিয়ে টেষ্ট করানোহয়৷
করুনা সার্ভের আজ দ্বিতীয়দিনে শান্তির বাজার মহকুমার পতিছড়ী গাজি পাড়াতে গিয়ে এলাকাবাসীর বাধার সন্মুখিন হতেহয়েছে সার্ভে টিমে নিয়োগ কর্মীদের৷এলাকাবাসী রাস্তা অবরোধকরে দপ্তরের লোকজনদের গ্রামে প্রবেশে বাধাদানকরে৷ গ্রাবাসীর মনে একটাই আতঙ্ক বিরাজমান এই কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে লোকজনের পজেটিভ বলে ১৪ দিনের জন্য কোভিড কেয়ারসেন্টারে নিয়েযাবে৷ সচেতনার অভাবেই আজ গ্রামবাসীরা এইভাবে পথ অবরোধ করেছে৷ এরইমধ্যে কিছু সংখ্যক অসাধু লোকজন মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে বিফলকরারজন্য গ্রামের লোকজনদের ইন্দন যোগিয়েযাচ্ছেবলে অভিমত অভিঞ্জমহলের৷ আজকের এই অবরোধের পর সার্ভে টিমে নিয়োগ লোকজনেরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও মনপাথর ফাঁড়ী থানায় খবরদেয়৷
ঘটনার খবরপেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী, শান্তির বাজার পুলিশের এস ডি পি ও সহ ফাঁড়ী থানার কর্তব্যরত কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহন৷ সকলে মিলে দীর্ঘ কয়েকঘন্টা যাবৎ লোকজনদের বুঝানোর পর গ্রামবাসী পথ অবরোধমুক্তকরেন ও করুনা সার্ভে টিমকে গ্রামে প্রবেশের অনুমতিদেন৷ জানাযায় এইগ্রামে মোট ২৮ পরিবারের লোকজন বসবাসকরে৷ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আরক্ষা প্রসাশনের সহযোগীতায় এই গ্রামে সার্ভের কাজশুরুকরেন৷

