পুণে, ২৮ জুলাই (হি.স.): দেশের উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং বিজেপি নেত্রী উমা ভারতী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় মানহানিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে মহারাষ্ট্রের পুণে-তে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ভারতীয় দণ্ডবিধির ৫০২ (২) ধারায় অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে পুণের বারামতী থানায় দায়ের হয়েছে এফআইআর। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর একজন সদস্যের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।
এবিভিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং বিজেপি নেত্রী উমা ভারতী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় মানহানিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে বারামতী থানায় অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ।