ঢাকা, ২৮ জুলাই (হি. স.) : হ্যান্ড স্যানিটাইজারের সংস্পর্শে সিগারেট আগুন ছড়িয়ে পড়ে গুরুতর দগ্ধ হয়ে মৃত্যু হল বাংলাদেশি চিকিৎসকের। আগুন নেভাতে গিয়ে মারাত্মকভাবে জখম ওই চিকিৎসকের স্ত্রী। মঙ্গলবার তাঁর মৃত্যু হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়।
মৃত চিকিৎসকের নাম রাজীব ভট্টাচার্য। বছর ৩৫ এর রাজীববাবু থাকতেন ঢাকার হাতিরপুল এলাকায়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। তাঁর স্ত্রী অনসূয়া ভট্টাচার্য ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন লেগে চিকিৎসক দম্পতি দগ্ধ হন। রাজীবের শ্বাসনালী সহ শরীরের ৮৭ শতাংশ দগ্ধ ছিল। তাঁর স্ত্রী ২০ শতাংশ দগ্ধ নিয়ে এখনও চিকিৎসাধীন।
জানা গিয়েছে, নিজের বাড়িতে একটি বড় বোতল থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালার সময় ধূমপান করছিলেন রাজীব। জ্বলন্ত সিগারেটে হ্যান্ড স্যানিটাইজার লেগে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিভিয়ে তাকে বাঁচাতে গেলে রাজীবের স্ত্রীর গায়েও আগুন লাগে। পরে তাদের ভরতি করা হয় বার্ন ইন্স্টটিউটে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন। কিন্ত শেষ রক্ষা হয়নি। মৃত চিকিৎসকের স্ত্রীকে বাঁচানোর প্রবল চেষ্টা চলছে৷