নয়াদিল্লি, ২৭ জুলাই (হি. স.): নতুন মোড় নিল রাজস্থানের রাজনৈতিক টানাপোড়েন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা পিটিশন ফেরত নিয়ে নিলেন বিধানসভার স্পিকার সিপি যোশী। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল আদালতকে জানান যে পিটিশন ফিরিয়ে নেওয়া হবে। যার পরে বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ পিটিশন ফিরিয়ে নেওয়ার অনুমতি দিয়ে দেয়।
এদিন শুনানি শুরু হতেই আদালতকে কপিল সিব্বল জানান, আগে যে মামলাটা নিয়ে আসা হয়েছিল তার শুনানি অনেক এগিয়ে গিয়েছে। হাইকোর্টের দশম অনুসূচীকে চ্যালেঞ্জ করার শুনানি শুরু হয়ে গিয়েছে।পরিস্থিতি বিচার করে তবে পরবর্তী সময় সুপ্রিম কোর্ট এ আসা হবে। সিব্বলের এই বক্তব্যের পর আদালত পিটিশন ফিরিয়ে নেওয়ার অনুমতি দিয়ে দেয়।
এর আগে ২৩ জুলাই রাজস্থান হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করার আর্জি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরে ২৪ জুলাই স্পিকারের নোটিশের ওপর যথাস্থিতি বজায় রাখার আদেশ দেয় হাইকোর্ট। এই মামলায় কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট সুপ্রিম কোর্টে আগে থেকে কাভিয়ের দায়ের করেছিল।