BRAKING NEWS

সংকটকালে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক ফায়দা তোলার অভিযোগ করলেন রাহুল

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): করোনা পরিস্থিতিসহ একাধিক বিষয় কেন্দ্রের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন রাহুল গান্ধী।এবার দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে ফায়দা তুলতে ব্যস্ত কেন্দ্র বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি। সংকটের এই সময়ের মধ্যে সরকার গরিবদের থেকে মুনাফা আদায় করছে। এর জলজ্যান্ত উদাহরণ হচ্ছে রেলওয়ে বলে দাবি করেছেন তিনি।


শনিবার রাহুল গান্ধী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন সঙ্কটজনক পরিস্থিতিকে সুযোগে পরিণত করতে হবে।তার এই কথাটা যথোপযুক্ত ভাবে ব্যবহার করেছে ভারতীয় রেল।নিজের টুইট বার্তায় রাহুল লিখেছেন, মহামারীর আবহে সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছে।দুর্যোগের এমন পরিস্থিতির মধ্যেও ফায়দা তুলে লাভবান হচ্ছে গরিব বিরোধী সরকার। শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে ভারতীয় রেল ৪২৮ কোটি টাকা কামাই করেছে বলে দাবি করেছেন রাহুল গান্ধী। প্রাথমিক পর্যায়ে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর সময় রেলের ভাড়া কে দেবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল।  তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই ট্রেনগুলি চালানোর ক্ষেত্রে ৮৫ শতাংশ ভর্তুকি দেবে রেল। বাকি ১৫ শতাংশ ভাড়া সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *