BRAKING NEWS

নাগাল্যান্ডে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩৯, ডিমাপুরে আবার এক সপ্তাহের লকডাউন

ডিমাপুর, ২৫ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডে নতুন আরও ৬৫ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি ধরা পড়েছে। নয়া-আক্রান্তদের নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৩৯। রাজ্যের মধ্যে এক ডিমাপুরে কোভিড-১৯ সংক্ৰমণের পরিপ্রেক্ষিতে জেলায় আরও সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট অনুপ কিনচি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানান, আগামীকাল ২৬ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত ডিমাপুরে সম্পূর্ণ লকডাউন লাগু করা হবে।

এদিকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এস পাংন্যু ফোম টুইট আপডেটে বলেছেন, শুক্রবার রাজ্যে কোভিড আক্ৰান্ত ৬৫ জনের মধ্যে ৩২ জন নিরাপত্তারক্ষী জওয়ান এবং ২৫ জন বহিঃরাজ্য থেকে স্বগৃহে ফেরত। এছাড়া, সাতজন কোভিড-যোদ্ধাও গত ২৪ ঘণ্টায় সংক্ৰমিত হয়েছেন। তিনি জানান, নাগাল্যান্ডে গতকাল ৩৭২টি নমুনা পরীক্ষা হয়েছিল, এর মধ্যে ৬৫টি পজিটিভ কেস পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে কেবেলমাত্র ৪১ জন ডিমাপুর, ২১ জন কোহিমা এবং একজন পেরেন জেলার বাসিন্দা।

উল্লেখ্য, নাগাল্যান্ডে মোট ১,২৩৯ জনের মধ্যে চিকিৎসায় সাড়া দিয়ে ৫৩৮ জন আরোগ্য লাভ করার পাশাপাশি সক্রিয় রয়েছেন ৭০১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *