BRAKING NEWS

মেঘালয়ে নতুন করোনা আক্রান্তের সন্ধান, শিলঙে তিন দিনের লকডাউন, করোনা ঝুঁকিপূর্ণ এলাকা বেড়ে ১১

শিলং, ২৫ জুলাই (হি.স.) : নতুন করে একদিনে ৫২ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়ায় শিলঙে তিনদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১১টি এলাকাকে করোনা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে মেঘালয় সরকার। সে মোতাবেক ২৬ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত শিলঙে সম্পূর্ণ লকডাউন লাগু হবে। ইতিপূর্বে ১৩ এবং ১৪ জুলাই শিলঙে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছিল।

মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টন টিনসং বলেন, রাজ্য সরকার গোষ্ঠী সংক্রমণ এড়াতে আপ্রাণ চেষ্টা করছে। তাই, নতুন করে কিছু এলাকাকে করোনা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, অন্য কোনও পথ খোলা না থাকায় শিলঙে পুনরায় লকডাউন লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবারের বৈঠকে। তাঁর কথায়, পরিস্থিতির উপর নির্ভর করে প্রয়োজনে লকডাউনের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। উপ-মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য দফতরের রিপোর্টের ভিত্তিতে ২৪ জুলাই করোনা ঝুঁকিপূর্ণ এলাকাগুলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তিনি জানান, মাওবাহ, বড়পাথর, ঝালুপাড়া, মওপ্রেম, নোংরাহ, নংগ্রিমপাহাড়, মওলাই-উমশিং, লাসামিয়ারে, লাইতুমখড়া-নাজারেথ, মওলাই-উম্যাশিউর এবং গল্ফ লিংক-খলিহ শনং এলাকায় নতুন করে করোনা ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে আরও কিছু এলাকায় লকডাউন জারি করার ক্ষেত্রে স্বাস্থ্য দফতরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার মেঘালয়ে নতুন করে ৫২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তাদের মধ্যে পূর্ব খাসিপাহাড়ে ৪৭ জন, পশ্চিম খাসিপাহাড়ে তিনজন এবং পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে দুজন রয়েছেন। মেঘালয়ে বর্তমানে ৪৯৫ জন সক্রিয় করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *