সাউদাম্পটন, ২৪ জুলাই (হি.স.): ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড টেস্টের তৃতীয় তথা শেষ টেস্ট তথা সিরিজ নির্ণায়ক ম্যাচে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ইংল্যান্ড এই ম্যাচে সমর্থন করছে রুথ স্ট্রস ফাউন্ডেশনকে। #RedForRuth ক্যাম্পেনে সামিল হয়ে দু’দলের ক্রিকেটাররা লাল টুপি পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। এই টুপিগুলি নিলামে তুলে ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করা হবে।
ইংল্যান্ড তৃতীয় টেস্টের প্লেয়িং ইলেভেনে একজোড়া রদবদল করেছে। জ্যাক ক্রাউলিকে বসিয়ে বাড়তি পেসার হিসেবে জোফ্রা আর্চারকে দলে নেয় তারা। স্যাম কারান জায়গা ছেড়ে দেন জেমস অ্যান্ডারসনকে। অর্থাৎ, সিরিজে এই প্রথমবার ব্রড-অ্যান্ডারসন জুটিকে একসঙ্গে মাঠে নামতে দেখা যাবে।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজ তাদের প্লেয়িং ইলেভেনে একটি পরিবর্তন করেছে। আলজারি জোসেফকে বসিয়ে তারা জায়গা করে দিয়েছে রাকীম কর্নওয়ালকে।
উল্লেখ্য, সাউদাম্পটনে প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। এই অবস্থায় ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ নির্নায়ক হয়ে দাঁড়িয়েছে সন্দেহ নেই। তবে এটা ঠিক যে, টেস্ট ম্যাচ ড্র’য়ে নিস্পত্তি হওয়ার বিকল্প থাকায় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচটিকে কার্যত ফাইনালের আখ্যা দেওয়া যাবে না।ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন:- ররি বার্নস, ডমিনিক সিবলি, জো রুট (ক্যাপ্টেন), বেন স্টোকস, ওলি পোপ, জোস বাটলার (উইকেটকিপার), ডমিনিক বেস, জোফ্রা অর্চার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
ওয়েস্ট ইন্ডিজের প্লেয়িং ইলেভেন:- জন ক্যাম্পবেল, ক্রেগ ব্রাথওয়েট, শামারহ ব্রুকস, শাই হোপ, রোস্টন চেস, জার্মাইন ব্ল্যাকউড, শেন ডওরিচ (উইকেটকিপার), জেসন হোল্ডার (ক্যাপ্টেন), রাকীম কর্নওয়াল, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।