BRAKING NEWS

রক্তক্ষরণ ও আকস্মিকতায় মৃত্যু বিকাশের, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে

কানপুর, ২০ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের কানপুরের ত্রাস, ৮ জন পুলিশ কর্মীকে হত্যার দায়ে অভিযুক্ত গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বহু প্রশ্ন, অসঙ্গতির মধ্যেই মিলল বিকাশের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, বিকাশের দেহে মোট ছ’টি গুলির ক্ষত রয়েছে। তার মধ্যে তিনটি শরীর ভেদ করে বেরিয়ে গিয়েছে। কিন্তু কত দূর থেকে তাকে গুলি করা হয়েছিল, ময়নাতদন্তে তার উল্লেখ নেই।

কানপুরের বিকারু গ্রামে ৮ জন পুলিশকর্মী-অফিসার খুনে মূল অভিযুক্ত বিকাশ দুবে গ্রেফতার হয় গত ৯ জুলাই সকালে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে গ্রেফতারের পর, রাতেই তাকে নিয়ে কানপুরের উদ্দেশে রওনা দেয় উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ। পুলিশের বয়ান অনুযায়ী, ১০ জুলাই সকাল ৭টা নাগাদ ঝাঁসি-কানপুর হাইওয়ের উপর ভৌতির কাছে পুলিশের কনভয়ের একটি গাড়ি উল্টে যায়। তখন পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। তখনই পুলিশের এনকাউন্টারে নিহত হয় বিকাশ।

বিকাশ দুবের ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণ এবং ঘটনার আকস্মিকতায় মৃত্যু হয়েছে তার। শরীরে রয়েছে মোট ছ’টি গুলির ক্ষত। তার মধ্যে দু’টি বুকের বাঁ দিক দিয়ে এবং একটি বুকের ডান দিক দিয়ে ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। বাকি তিনটি গুলি শরীরের ভিতরে ছিল। সবকটি গুলিই করা হয়েছে সামনের দিক থেকে। কিন্তু গুলি করার সময় বিকাশ এবং পুলিশের মধ্যে দূরত্ব কত ছিল তা নির্দিষ্ট করা যায়নি ময়নাতদন্তের রিপোর্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *