BRAKING NEWS

মণিপুরে ইনার লাইন পারমিট পুনরায় চালু

ইমফল, ২০ জুলাই (হি. স.) : পুনরায় ইনার লাইন পারমিট চালু হচ্ছে মণিপুরে। ২১ জুলাই থেকে ওই ব্যবস্থা কার্যকরে বিজ্ঞপ্তি জারি হয়েছে। করোনা-র প্রকোপের কারণে প্রায় চার মাস বন্ধ রাখার পর এখন পুনরায় ইনার লাইন পারমিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার। ফলে, বহিরাগত-রা এখন থেকে পারমিট সংগ্রহ করে মণিপুরে যেতে পারবেন।

ইনার লাইন পারমিট হচ্ছে ভ্রমণের ছাড়পত্র। মণিপুরের বাসিন্দা নন এবং অল্প কিছুদিনের জন্য সফরের প্রয়োজনের সাপেক্ষে ইনার লাইন পারমিট সংগ্রহ করার নিয়ম রয়েছে। জনজাতিদের স্বার্থ রক্ষায় ইনার লাইন পারমিট-র নিয়ম মণিপুরে চালু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে মণিপুর ছাড়া অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরাম-এ ইনার লাইন পারমিট চালু রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ওই পদ্ধতি চালু হয়েছে।  

করোনা-র প্রকোপের ফলে গত ১৭ মার্চ মুখ্যমন্ত্রী বীরেন এন সিং সব ধরনের ইনার লাইন পারমিট সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তাতে, দিল্লি, কলকাতা এবং গুয়াহাটি মণিপুর ভবনে ১৮ মার্চ থেকে ইনার লাইন পারমিট দেওয়া বন্ধ হয়েছিল। তখন থেকে পর্যটক এবং অন্য বহিরাগতদের মণিপুরে প্রবেশ বন্ধ হয়েছিল। বিশেষ ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হতো। তবে, মায়ানমারে যাতায়াতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। হিন্দুস্থান সমাচার\সন্দীপg
মণিপুরে ইনার লাইন পারমিট পুনরায় চালু
ইমফল, ২০ জুলাই (হি. স.) : পুনরায় ইনার লাইন পারমিট চালু হচ্ছে মণিপুরে। ২১ জুলাই থেকে ওই ব্যবস্থা কার্যকরে বিজ্ঞপ্তি জারি হয়েছে। করোনা-র প্রকোপের কারণে প্রায় চার মাস বন্ধ রাখার পর এখন পুনরায় ইনার লাইন পারমিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার। ফলে, বহিরাগত-রা এখন থেকে পারমিট সংগ্রহ করে মণিপুরে যেতে পারবেন।

ইনার লাইন পারমিট হচ্ছে ভ্রমণের ছাড়পত্র। মণিপুরের বাসিন্দা নন এবং অল্প কিছুদিনের জন্য সফরের প্রয়োজনের সাপেক্ষে ইনার লাইন পারমিট সংগ্রহ করার নিয়ম রয়েছে। জনজাতিদের স্বার্থ রক্ষায় ইনার লাইন পারমিট-র নিয়ম মণিপুরে চালু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে মণিপুর ছাড়া অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরাম-এ ইনার লাইন পারমিট চালু রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ওই পদ্ধতি চালু হয়েছে।  

করোনা-র প্রকোপের ফলে গত ১৭ মার্চ মুখ্যমন্ত্রী বীরেন এন সিং সব ধরনের ইনার লাইন পারমিট সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তাতে, দিল্লি, কলকাতা এবং গুয়াহাটি মণিপুর ভবনে ১৮ মার্চ থেকে ইনার লাইন পারমিট দেওয়া বন্ধ হয়েছিল। তখন থেকে পর্যটক এবং অন্য বহিরাগতদের মণিপুরে প্রবেশ বন্ধ হয়েছিল। বিশেষ ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হতো। তবে, মায়ানমারে যাতায়াতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *