BRAKING NEWS

২০ জুলাই থেকে গুয়াহাটিতে আনলক-১, বিধিনিষেধ জানিয়েছেন মুখ্যসচিব কুমার সঞ্জয়

গুয়াহাটি, ১৮ জুলাই (হি.স.) : ২০ জুলাই থেকে গুয়াহাটিতে আনলক-১ শুরু হবে। এ সম্পর্কিত বিধিনিষেধ জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ। শনিবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যসচিব জানান, সকাল ৭.০০টী থেকে বিকেল ৫.০০ পর্যন্ত দোকানপাট খোলার নিৰ্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বহু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে।

মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ জানান, আগামী ২ আগস্ট পর্যন্ত গুয়াহাটিতে আনলক বহাল থাকবে। গুয়াহাটি মহানগরের সবধরনের দোকানপাট বাজারহাট খোলা রাখার নির্দশনা দেওয়া হয়েছে। তবে রাস্তার এক পাশের দোকানপাট যেদিন খোলা থাকবে পরের দিন অন্যপাশেরগুলো খুলবে। এদিন আগেরদিনের দোকানগুলি খোলা যাবে না। মানে পৰ্যায়ক্ৰমে একদিন করে খোলা রাখার নির্দেশ বলবৎ হবে। এছাড়া পাইকারি এবং অন্য সামগ্ৰী বিক্ৰি সোম থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকবে, সাংবাদিকদের জানান তিনি।

আরও জানান, আনলক-১-এ জিম, সিনেমা হল, শপিং মল, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকেবে। তাছাড়া, সরকারি এবং বেসরকারি কাৰ্যালয়গুলিও খুলবে। তবে এই সব কার্যালয়ে ৩০ শতাংশ কৰ্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়া সব কাৰ্যালয়ের আধিকারিক থেকে কর্মচারী, সকলের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। মুখ্যসচিব জানান, যাবতীয় নিৰ্মাণকাৰ্য চলবে। বিউটি পাৰ্লার, সেলুন কেবল চুল কাটার জন্য খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান কুমার সঞ্জয়। এছাড়া, রেপিডো, ক্যাব, অটো রিকশা, প্যাডাল রিকশা চলবে। তবে সংশ্লিষ্ট চালকদের সঙ্গে থাকতে হবে হ্যান্ড স্যানিটাইজার, থাৰ্মোমিটার। এগুলি দিয়ে যাত্রীদের জন্য ব্যবহার করতে হবে। তাছাড়া, ক্যাব, অটো রিকশা এবং রিকশা ইত্যাদিতে দুজনের বেশি যাত্ৰী নেওয়া চলবে না। সকলকে কোভিড-১৯ নেগেটিভের প্ৰমাণপত্ৰ প্রদর্শন করতে হবে এবং প্রতিটি ট্রিপের পর সংশ্লিষ্ট যানবাহনকে স্যানিটাইজ করা বাধ্যতামূলক।

তবে তাৎপৰ্যপূৰ্ণভাবে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। কেবল জরুরিকালীন এবং দফতর সংক্ৰান্ত কাজে ব্যবহৃত ব্যক্তিগত যানবাহন চলাচল করতে পারবে বলে জানান মুখ্যসচিব। এছাড়া, নৈশ কার্ফিউ পূর্ববৎ প্রতিদিন সন্ধ্যা ৬.০০টা থেকে পরের দিন সকাল ৮.০০টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান মুখ্যসচিব। আরও জানান, কেবল সোম এবং মঙ্গলবার আন্তঃজেলা যাতায়াত ব্যবস্থায় ছাড় দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *