লখনউ, ১৮ জুলাই (হি. স.): অযোধ্যায় সুবৃহৎ রাম মন্দির তৈরি করতে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে বলে জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক ছিল।বৈঠকে ট্রাস্টের ১৫ সদস্য যোগ দিয়েছিল।
এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, নির্মাণকার্য শুরুর দিন থেকে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে অযোধ্যায় রাম মন্দির পুরোপুরি তৈরি হতে। ভূমি পুজান এ উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে।এর জন্য প্রধানমন্ত্রীকে লিখিতভাবে চিঠিও দেওয়া হয়েছে।চিঠি লিখেছেন ট্রাস্টের সভাপতি নৃত্য গোপাল দাস।ভূমি পূজার নির্ঘন্ট নির্ধারণ করবে প্রধানমন্ত্রীর দপ্তর। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ দিনের বৈঠকে ১৫ জনের মধ্যে ট্রাস্টের চারজন সদস্য যোগ দিয়েছিলেন।বাকি ১১ জন সশরীরে যোগ দিয়েছিল ।যেখানে মন্দির নির্মাণ হবে তার মাটির নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করে নিয়ে গিয়েছে লারসেন এন্ড টিউব্র।মাটির ধারণ ক্ষমতা পরীক্ষার পরে মন্দির তৈরির নকশা বানানো হবে।সম্পুরা মার্বেল পাথর দিয়ে মন্দিরের নির্মাণ কাজ হবে। নির্মাণের দায়িত্বে থাকবে লার্সেন অন্ড টিউব্র কোম্পানি। ভারতের চার লক্ষ জায়গা থেকে ১০ কোটি পরিবার মন্দির নির্মাণের জন্য অর্থ দান করেছে। বর্ষার পরে এবং এই করোনা কাল কেটে গেলে মন্দির নির্মাণের কাজ শুরু হবে।
উল্লেখ করা যেতে পারে, সুপ্রিম কোর্টের নির্দেশে ও কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্থি এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন।