BRAKING NEWS

ফোনে আড়িপাতা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করল বিজেপি

জয়পুর, ১৮ জুলাই (হি. স.): রাজস্থানে ফোনে আড়িপাতা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলল বিজেপি।শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্র জানিয়েছে, এস ও পি মেনে ফোনে আড়িপাতা হয়েছে কিনা খতিয়ে দেখতে হবে।এর জন্য সিবিআই তদন্তের দাবি বিজেপি তরফ থেকে করা হয়েছে।রাজস্থানে কোন  জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে।সেখানকার সমস্ত বিরোধী দলগুলোকে কি লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। ফোনে আড়িপাতা কাণ্ডে কি রাজ্য সরকার কোনওভাবে জড়িত রয়েছে।এর উত্তর রাজস্থানের কংগ্রেস সরকারকে দিতে হবে।আদৌ কি আইনের নির্দিষ্ট ধারা মেনে এই ফোনে আড়িপাতা হয়েছে।

কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করে সম্বিৎ পাত্র জানিয়েছেন, রাজস্থানে কংগ্রেসের নাটক প্রতিমুহূর্তে উন্মোচিত হচ্ছে।মিথ্যার ককটেল তৈরি করেছে কংগ্রেস।মিথ্যা তৈরি করছে কংগ্রেস।২০১৮ ভোটে জেতার পর রাজস্থানের মুখ্যমন্ত্রীকে হবে তা নিয়ে শচীন পাইলট এবং অশোক গেহলটের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। এমনকি অশোক গেহলট স্বীকার করে নিয়েছে যে সরকারের বিগত ১৮ মাসে কাজকর্মে মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর মধ্যে কোন রকমের আলাপ-আলোচনা হয়নি।গোটা চক্রান্ত করছে কংগ্রেস এতে বিজেপি কোন হাত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *